নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

- আমার হারিয়ে যাওয়া -

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

মৃন্ময় আহমেদ

।। মা ও মাটি ।।—­­ অবাক ভ্রমণ —­­

মৃন্ময় আহমেদ › বিস্তারিত পোস্টঃ

একাকীত্ব আর আমি

২৯ শে জুলাই, ২০০৬ বিকাল ৪:৫৮

একাকীত্ব মানুষকে কবিতা লিখতে শেখায়?

কবিতাকে সঙ্গী করে নিতে পারে কি একাকী মানুষ?

নাকি কবিতা বুঝিয়ে দেয়: মানুষ তুমি বড়োই একাকী?

এসবের উত্তর কে দেবে?

বিধাতা?

বিবেক?

নাকি সময়?



বিধাতাই তো মানুষকে বানিয়েছেন একাকী।

এ মর্ত্যলোকে পাঠিয়েছেন একাকী

জীবনযুদ্ধে ঠেলে দিয়েছেন একাকী

আবার ফিরিয়ে নেন একাকী

তাহলে...



বিবেক তো মানুষকে বুঝিয়ে দেয় সে একা।

জীবন তোমায় গড়তে হবে একা

আজীবন তুমি লড়বে, কিন্তু একা।

অনেক কিছুর মাঝেও মানুষ একা- বুঝানোই বিবেকের কাজ।



সময়ই তো সবচেয়ে দোষী।

সে-ই তো নিয়ে আসে একাকীত্ব

সৃষ্টি করেছে মানুষের নিয়তি।

এই সময়ই এ পার্থিব জগৎ থেকে মানুষকে নিয়ে যায়।

নিয়ে যায় অপার্থিব একলোকে - সেখানেও ভীষণ একা মানুষ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০০৬ রাত ১১:২৮

অতিথি বলেছেন: কেমন কষ্ট কষ্ট লাগে। চমৎকার আবেগের প্রকাশ।

২| ২৯ শে জুলাই, ২০০৬ রাত ১১:৪০

অতিথি বলেছেন: আমি একাকীত্বকে ভালোবাসি।

৩| ২৯ শে জুলাই, ২০০৬ রাত ১১:৪৪

অতিথি বলেছেন: আমি উলটো। চরম হুল্লোড়বাজ পাবলিক। তবে কখনো কখনো হয়তো একা হওয়াটা দূর্দান্ত লাগে। অনেকটা নেশার মত।

৪| ২৯ শে জুলাই, ২০০৬ রাত ১১:৫৩

অতিথি বলেছেন: একাকীত্বের প্রেমে না পড়াই শ্রেয়।

৫| ৩০ শে জুলাই, ২০০৬ রাত ১:২৮

অতিথি বলেছেন: কোথায় যেন চিন্তার একটা মিল খুঁজে পাচ্ছি। বিমুগ্ধ।

৬| ৩০ শে জুলাই, ২০০৬ বিকাল ৪:২৮

অতিথি বলেছেন: আপনার কবিতার হাত আছে। একাকীত্ব নিয়ে কবিতাটা ভালো লেগেছে।

৭| ৩১ শে জুলাই, ২০০৬ সকাল ৭:২১

রাগ ইমন বলেছেন: একা

৮| ৩১ শে জুলাই, ২০০৬ সকাল ৭:৩১

অতিথি বলেছেন: আমি মানুষের ঠোট নাড়া দেখতে দেখতে বড় হই, চারপাশে মানুষের স্রোত নিয়ে কখনো গতির মাঝে, কখনো স্থিরতায় যাপন! জনস্রোতের পাগলামীতে আমি ভীষণ একলা থাকি!

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:৪৯

অতিথি বলেছেন: যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে মন একলা চলো রে....

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:০০

অতিথি বলেছেন: [link|http://www.somewhereinblog.net/mreenmoyblog/post/25602|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.