নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

- আমার হারিয়ে যাওয়া -

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

মৃন্ময় আহমেদ

।। মা ও মাটি ।।—­­ অবাক ভ্রমণ —­­

মৃন্ময় আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ইতি তোমার মা

০৫ ই অক্টোবর, ২০০৬ ভোর ৪:৫৫

আর আমার সম্বল মায়ের একটা চিঠি। অসুস্থ শরীরে আমাকে একটা চিঠি লিখে বালিশের তলায় রেখেছিলো। সেই চিঠিই আমার পথ। সেই চিঠিই আমার গুরু।



স্নেহের বুড়ো,

আর কয়েকদিন পরেই আমি চলে যাবো। দূরে, বহু দূরে। আমার অনেক সাধ ছিলো, কতো কী করার ছিলো। খেলা না ফুরাতে খেলাঘর ভেঙে গেল। জীবনে একবারই দেখা হয়। তোমার সঙ্গে আর দেখা হবে না। তুমি বড় হও। যত পারো, বেড়ে ওঠো। আমি নেই বলে তোমার বড় হওয়া যেন আটকায় না। আমার জন্যে মন খারাপ করো না। আমি নেই বলে আরও বেশি করে থাকবো। তুমি আমাকে দেখতে পাবে না। কিন্তু আমি তোমাকে দেখবো। তোমার বাবা যেন এইরকম শিশুই থাকেন। বলো তাঁকে। যেখানে আমি যাচ্ছি, সেখানে তোমরা থাকবে না, এইটাই আমার দুঃখ। যাওয়াটা এইরকম আগে পরেই হয়ে যায়। যে খেলার যা নিয়ম!

সব সময় সোজা পথে চলবে। সমস্ত ব্যাপার বুদ্ধি দিয়ে নয় হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবে। রোজ আয়নার সামনে কিছুক্ষণ দাঁড়াবে। নিজের মুখ দেখবে স্থির নজরে। যখনই দেখবে চোখের উজ্জ্বলতা কমছে, তখনই চিন্তার দিকে নজর দেবে। চিন্তাই মানুষ। একা থাকবে না। কাজকে সঙ্গী করবে। বাবার মতো গাছপালা, জীবজন্তু, পশুপক্ষীকেই বন্ধু করবে। সবুজের ঘরে থাকলে মানুষ চির-সবুজ থাকে। দিতে শিখবে, নিতে নয়। 'আমি আমি' করবে না। 'আমি' বলে কিছু নেই। সবই 'তুমি'। ভেতরটাকে বড় করলে বাইরেটা বড় হয়। নকল থেকে আসল বেছে নিতে শেখো। তোমার দাদির বাড়িকে অপবিত্র করো না। প্রতিষ্ঠা মানে সত্যের প্রতিষ্ঠা। ঐশ্বর্য হলো চরিত্র। যুদ্ধ হলো নিজের সাথে। জয় হলো নিজেকে জয়।

সব সময় মনে রাখবে তুমি কোন্ পরিবারের ছেলে। পিতা, মাতা, পিতামহকে ভুলো না।

বিদায়। অনেক অনেক ভালোবাসা। জল নয়, আগুন।

- ইতি তোমার মা




প্রথমবার যখন 'ইতি তোমার মা' বইখানার শেষাংশ পড়েছিলাম, ভীষণ কান্না পেয়েছিলো। এখনো মনখারাপ হয়। অনেক অনেকদিন পর আজ আবার পড়লাম। কবিতার লাইনগুলো মনে পড়ে যায়-



শুয়ে শুয়ে অশোক পাতায়

মুমূর্ষু শিশির বলে, হায়!

কোন সুখ ফুরায়নি যার

কেন তার জীবন ফুরায়!




আবৃত্তি করতে ইচ্ছে করে-



চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়

চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী

চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে

আমার না-থাকা জুড়ে।




জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে-



জীবন সুন্দর

আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র

সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর

আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা

তবুও কি আজীবন বেঁচে থাকা যায়!

বিদায়ের সেহনাই বাজে

নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে

সুন্দর পৃথিবী ছেড়ে

এই যে বেঁচে ছিলাম

দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়

সবাইকে

অজানা গন্তব্যে

হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি

অজান্তেই চমকে ওঠি

জীবন, ফুরালো নাকি!


এমনি করে সবাই যাবে, যেতে হবে... ...



অন্তরে ইবলিশ, আগুনে তুই জ্বালিয়ে দিস, পেয়ে যাবি বিধাতার শুভাশীষ।

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০০৬ সকাল ১১:০৩

অতিথি বলেছেন: মায়া ধরানো পোস্ট।
ভাবালেন, মৃন্ময়!

২| ০৬ ই অক্টোবর, ২০০৬ সকাল ৮:১৩

অতিথি বলেছেন: মা

মা

মা

মা

মা

৩| ০৬ ই অক্টোবর, ২০০৬ সকাল ৮:১৭

পথিক!!!!!!! বলেছেন: মৃন্ময় তোমার ইমোশনাল মনটা খুব সুন্দর মনে হচ্ছে বারবার।

৪| ০৬ ই অক্টোবর, ২০০৬ সকাল ৮:২৭

অতিথি বলেছেন: হয়তো।
নির্মল হাসি দেখলে এখনো মনটা আনন্দে ভরে উঠে।
কষ্ট দেখলে এখনো কান্না পায়।

৫| ১৭ ই অক্টোবর, ২০০৬ ভোর ৬:৫৩

অতিথি বলেছেন: আজ আবার..

৬| ২৮ শে জুলাই, ২০০৭ রাত ১০:৪০

কাজীিজয়াউলইসলাম বলেছেন: too much well

৭| ২৮ শে জুলাই, ২০০৭ রাত ১০:৪৭

মৃন্ময় আহমেদ বলেছেন: ধন্যবাদ।

৮| ২৫ শে আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:১২

নিলু বলেছেন: খুব কান্না পাচ্ছে।
মা তোমাকে অনেক অনেক মনে পড়ছে।ভালো থেকো।

৯| ২৫ শে আগস্ট, ২০০৭ রাত ৮:১১

মৃন্ময় আহমেদ বলেছেন: আমি খুঁজেছি তোমায় মাগো.. আমি খুঁজেছি তোমায়...

১০| ২৫ শে আগস্ট, ২০০৭ রাত ১০:০৭

নিলু বলেছেন: আপনার মা কি ভাল আছেন?

১১| ২৫ শে আগস্ট, ২০০৭ রাত ১০:২৩

মৃন্ময় আহমেদ বলেছেন: সকালে একবার কথা হয়েছে মায়ের সাথে। ভালো আছেন।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:০২

অজানা অচেনা বলেছেন: কিছুই বলার নেই।
শুধু প্রিয়তে + করলাম।

২৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:০৫

মৃন্ময় আহমেদ বলেছেন: কিছু না বলেও অনেক কিছু বলে গেলেন তবুও...

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:০২

অহেতুক অকারণ বলেছেন:
'ইতি তোমার মা'

মৃন্ময়,
বইটি কার লেখা? আমার এখন পড়তে ইচ্ছে করছে।।

৩১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:২১

মৃন্ময় আহমেদ বলেছেন: সঞ্জীব চট্টোপাধ্যায়।।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৩

শামিম হোসেন রনি বলেছেন: অসাধারন

০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৪

মৃন্ময় আহমেদ বলেছেন: ধন্যবাদ।।

১৫| ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:০৫

তারার হাসি বলেছেন: মা হলেন মা, শুধুই মা।

২৮ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫০

মৃন্ময় আহমেদ বলেছেন: 'মা' এমন একটি শব্দ যার জন্য মুহূর্তেই এ প্রাণ দিতে পারি..

১৬| ৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:১২

তারার হাসি বলেছেন: প্রাণ দিতে হবে না, ভালবাসা দিলেই চলবে , মা'দের চাহিদা থাকে না।
মা চান তার সন্তান ভাল থাকুক, অতটুকু দয়া মাকে করলেই চলবে। ভাল থাকবেন।

৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪১

মৃন্ময় আহমেদ বলেছেন:
জানি.. খুব জানি।। তবুও মাঝেমধ্যেই ভুলে যাই.. তবে ভুল এ ভুলে যাওয়াকে ছাই করে ওড়িয়ে দিয়ে তাঁর জন্য সবটুকু উজাড় করে দিয়ে উজ্জ্বল করবো আকাশ...

১৭| ৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৬

কালপুরুষ বলেছেন: আবেগঘন পোষ্ট। মন ব্যকুল করা পোষ্ট। ভাললাগা ছুঁয়ে গেল।

৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪৪

মৃন্ময় আহমেদ বলেছেন:
হৃদয়ের গহীনে ছুঁয়ে যাওয়া ভালো লাগা...

১৮| ৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩০

ম. রহমান বলেছেন: অসাধারন... http://www.youtube.com/watch?v=Z2jCNkjVGuc

৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫০

মৃন্ময় আহমেদ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.