নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আগে যুদ্ধাপরাধীদের বিচার চাই ।

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

রাহা

ব্লগ © রাহা যোগাযোগ: [email protected]

রাহা › বিস্তারিত পোস্টঃ

এইখানে প্রস্রাব করিবেন না । করিলে দশ টাকা জরিমানা - কর্তৃপক্ষ

০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:০৭

এইখানে প্রস্রাব করিবেন না । করিলে দশ টাকা জরিমানা - কর্তৃপক্ষ

বোধহয় ব্লগ কর্তৃপক্ষের এই নোটিশটি টানানোর সময় হয়ে গেছে ।



আমার, সুপ্রিয় ব্লগার বন্ধুরা সবাই মিলে যে কর্মটি করতে পারিঃ

এইখানে প্রস্রাব করিবেন, না করিলে দশ টাকা জরিমানা - কর্তৃপক্ষ

এইখানে স্রাব করিবেন না, করিলে দশ টাকা জরিমানা - কর্তৃপক্ষ

এইখানে প্রসব করিবেন না, করিলে দশ টাকা জরিমানা - কর্তৃপক্ষ



আইন দিয়ে, নোটিশ দিয়ে পাহাড়া বসিয়ে কে কবে কোন কর্তৃপক্ষ পাবলিকের যত্রতত্র মোতা থামাইতে পারছে ?? তার দায় তবে কি কর্তৃপক্ষের ??



পাবলিক সর্বোচ্চ যে কামটা করে তা হলো দিনের বেলায় না পারলেও সন্ধ্যা হইলে দেখবেন জামাতে খাড়াইয়া গেছে যেন নোটিশটা টানিয়ে কর্তৃপক্ষ পাবলিকরে কইয়া দিতেছে যে এইখানে মোতন যায় । তেমনি এই ব্লগে নিজের নিকে না পারলে আরেক নিকে আইসা মুইত্যা যাইব । কেমনে ঠেকাবেন ??



মানুষ মুতবই । পার্থক্য এই কেউ আড়ালে আবডালে বাথরুমে বইস্যা মুতে আর কেউ এক ঠ্যাং চেগাইয়া কুত্তার মতন লাইট পোস্টে মোতে ।



গনতান্ত্রিক দেশ । কে কেমনে মুতব সেইটা তো আইন কইরা লাভ নাই । যার যে অভিরুচি ।



মন্তব্য ১৩ টি রেটিং +৯/-১

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১২

বুলবুল আহমেদ পান্না বলেছেন: তো...... গণতান্ত্রিক মুত্রত্যাগের বিষয়ে আপনার অভিমত জ্ঞাত হইলাম কিন্তু মুত্র কিংবা কখনো কখনো পুরিষ ত্যাগ যদি চলিতেই থাকে তাইলে আমরা যারা সর্বংসহা হৈতে পারি নাই হ্যারা কি ব্লগ থিকা যামুগা..........???

০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২২

রাহা বলেছেন: তাছাড়া আর কি করবেন কন... কিছু মানুষ তো যততত্র অবিরাম ধারাবর্ষন করেই যাবে তাদের থামাবেন কি করে ??

২| ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১৯

সাদিক তাল বলেছেন: শ্যালার পাবলিক...
মুখে নীতি কতার শ্যাষ নাই.. আড়ালে গেলেই ..আসল চেহারা বাইর করে ??

৩| ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৩১

বিষাক্ত মানুষ বলেছেন: ঘটনা কি !

০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৬

রাহা বলেছেন: এইখানে দেখেন

৪| ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৫

রাহা বলেছেন: আমরা নিজেরা না পারলেই কর্তৃপক্ষ কর্তৃপক্ষ করি, আইন আইন করি...
এই আইন আর কর্তৃপক্ষ দিয়া কোন লাভ নাই....
যদি না পাবলিক নিজের চরিত্র বদলায় (ব্লগের ইদানিঙকার গালাগালি এবং মোতামুতি বিষয়ে)

৫| ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৯

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আমি একটু হিসা কইরা আসি... (সত্যি সত্যি) ;)

কৌশিকদা ওই দিন পাব্লিক লাইব্রেরীতে ২০ টাকা দিয়া হিসু করছে ;)

৬| ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:০৯

আনিসুজ্জামান উজ্জল বলেছেন: @ প্রত্যুদা, নাকি অ-স্থানে হিসু করায় ২০ টাকা জরিমানা দিছিল?

৭| ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১১

আনিসুজ্জামান উজ্জল বলেছেন: ঠিকই বলছেন রাহা ভাই। আমার তো মনে হয় পাবলিক যেন বেশি করে হিসু করে নোটিশটা সেই কারণেই টাঙানো হইছে। সম্ভবত কর্তৃপক্ষ নিজেরাই চান পাবলিক হিসু করুক।

৮| ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৬

তানভীর মোর্শেদ বলেছেন: হুম হিসু করা শ্যাষ হইলেই তারপর সবার নাকে গন্ধ লাগে...

৯| ০৯ ই জুলাই, ২০০৮ রাত ১২:১৪

রাহা বলেছেন: সবাইকে ধন্যবাদ

১০| ০৯ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪০

নেমেসিস বলেছেন: মানুষ মুতবই ;)

১১| ০৯ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫০

রাখালবালক বলেছেন: মুতা মাইনসের জন্মগত অদিকার । আমার মুতা আমি মুতুম, কার বাপের কী ?????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.