![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশ আসে একুশ যায় আবালবৃদ্ধ-বনিতার দৃপ্ত পদচারণায়......।
কিন্তু আমরা কি পারছি আমাদের পূর্ব-পুরুষের রক্তের যথাযোগ্য সম্মান দিতে??? তাদের প্রাণ বিসর্জনের মূল্য দিতে???
হায়রে ভাষা শহীদ তোমরা কি অকাতরে হাসিমুখে এই ভাবে নিজের অমূল্য প্রাণ বিলিয়ে দিতে পারতে, যদি জানতে তোমার আগামী প্রজন্মের কথা!
যারা হিন্দি অপ সংস্কৃতিতে সর্বক্ষণ নিজেদের মগ্ন রাখে,
যারা বাংলিশ উচ্চারণে নিজেদের অনেক বেশি আকর্ষণীয় মনে করে,
খাজা নাজিমুদ্দিন যদি জানত এই অকালকুষ্মাণ্ড জাতিকে শুধু মাত্র কিছু চ্যানেল দিয়ে বশীভূতকরণ সম্ভব তবে কি আর এতো রক্তপাতের নির্মম ইতিহাসের কোনও প্রয়োজন ছিল???
©somewhere in net ltd.