![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাঁদপুরে আমাদের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেছে , নোয়াখালী আর সিলেটে শহীদ মিনার ভেঙ্গে ফেলেছে, ২১ শে ফেব্রুয়ারির এক দিন পরেই !
সারা দেশের গণ জাগরণ মঞ্চগুলি নারকীয় উল্লাসে ভেঙ্গে ফেলছে , বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আগুন দিয়েছে......... এতো সাহস তাদের হয় কি করে????
এরা কি সত্যি এই বাংলাদেশের নাগরিক???
নাগরিক দায়িত্ব কর্তব্য এই সব কঠিন বিষয় না হয় বাদ দিলাম কিন্তু আমার প্রশ্ন এরা কি বুঝে এই সব করছে নাকি না বুঝে?
একটা ছোট শিশু ও তো বোঝে যে জাতীয় পতাকা ও জাতীয় ঐতিহ্য কে কতো বেশি সম্মান প্রদর্শন করতে হয়! তবে কি এরা একটা ছোট শিশুর চেয়েও বেশি অবুঝ?
এ কি ধরনের বিক্ষোভ? কি ধরনের ধর্মান্ধতা?
ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সাম্যবাদের ধর্ম, ইসলাম তো সম্মান করতে শেখায় নাশকতা নয়।
©somewhere in net ltd.