নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুলো পড়া চিঠি

স্বপ্ন আলো আঁধার

কম্পাঙ্ক

এপাড়ে আঁধার ওপাড়ে আলোর মৌনতা..।।।

কম্পাঙ্ক › বিস্তারিত পোস্টঃ

এমনিতেই মা বাবা নাম রেখেছিল ফালানী!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫২

এমনিতেই মা বাবা নাম রেখেছিল ফালানী!

যেমনটি সাধারণত পরিলক্ষিত হয় আমাদের এই পুরুষ নির্ভর মানসিকতার সমাজে! মেয়েদের নাম রাখা হয় ইতি,সমাপ্তি,আন্না কারণ মা বাবারা হয়তো বা আরেকটি কন্যা শিশু কে লালন-পালনের চাইতে পুত্র শিশুর জন্ম এবং লালন-পালনের ভার নিতেই বেশি আগ্রহী!

আচ্ছা আজ বিচারের রায় হওয়ার সেই মাহেন্দ্র-ক্ষণেও কি ফালানীর আত্মা নীরব স্তব্ধ ছিল? ঠিক যেমনটি স্তব্ধ ছিল তার লাশ! নাকি ডুকরে কেঁদে উঠেছিল? টানা চার চারটি ঘণ্টা অসহায় মেয়েটির গুলিবিদ্ধ লাশ ঝুলে ছিল কাঁটাতারে! তার অপরাধ কি এতই গুরুতর ছিল? অবশ্য আমাদের তৎকালীন সরকার তো তখন তাকে আমাদের এই বাংলাদেশের নাগরিক বলতেও নারাজ ছিলেন!

আজ এই রায়ের পর আমরা সবাই জোর গলায় হুঙ্কার করে উঠবো বলবো না এটা মোটেও ঠিক কাজ হয়নি, চায়ের কাপে ঝড় উঠবে, টক শো আরও টক হবে সবার জন্য সেটা খুব উপভোগ্য হবে। কিছুদিন পর ......

আমরা আবার নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়বো, চায়ের কাপে ঝড় উঠবে অন্য কোনও বিষয় নিয়ে, অলিতে গলিতে হিন্দি সিনেমার গান বাজবে আর ঘরে ঘরে চলবে হিন্দি সিরিয়াল!তাদের ওই কুরুচিপূর্ণ মুন্নির বদনামি এবং শিলা কি জাওয়ানি গোগ্রাসে গিলবো সব ঠিক ঠাক আগের মতন স্বাভাবিকভাবেই চলবে।

আর আমাদের ফালানী ফ্যাল ফ্যাল করে অনেকটা বিস্ময় নিয়ে আমাদের দিকে তাকিয়ে থাকবে, আমাদের কারোরই হয়তো তার এই চাহনি,এই নিস্পলক তাকিয়ে থাকা অনুভব করতে হবে না, কিন্তু সত্যিই কি অনুভব না করে থাকা যায়?

সত্যিই কি এই দায় এড়ানো যায়??? বিবেকের নীরব ভ্রূকুটির কাছে কি সত্যিই আজ আমরা পরাজিত নই???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.