| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা অনেক দেশপ্রেমিক, পৃথিবীর মাঝে সবচে বেশি টাকা খরচ করে লক্ষ কণ্ঠে জাতীয় সংগীত গাইতে পারি, ছোট ছোট কোমল-মতি শিশুদের ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রেখে বৃহত্তম মানব-পতাকা তৈরি করতে পারি, বিশ্বের সবচেয়ে বেশি Flash-Mob করতে পারি, ভারতীয় শিল্পীদের অংশগ্রহনে T-20 র বিশ্বকাপ আসরের আয়োজন করতে পারি আবার মার্চ মাসে পাকিস্থানের পতাকা গালে এঁকে মাঠের গ্যালারী কাপিয়ে চিৎকারও করতে পারি আচ্ছা আমরা এত কিছু করতে পারি কিন্তু ওই দুই নেত্রীর রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে পারিনা কেন??? মাঝে মাঝে খুব কল্পনা করতে ইচ্ছে করে যে বাঙালি সঙ্গবদ্ধভাবে পারিবারিক ও ব্যবসায়ী পরিবেষ্টিত রাজনৈতিক খোলসে মোড়া এই সন্ত্রাসী কর্মকাণ্ড অসহযোগ আন্দোলনের মাধ্যমে রুখে দিয়েছে। কিন্তু শে আশায় গুড়েবালি!
বীর বাঙ্গালী অনেক কিছু করতে জানে এবং পারে সেটা বহুবার বহুভাবে প্রমাণিত কিন্তু আজ সব পোশাকি showmanship এ বাংলার আমজনতা কিভাবে জড়িয়ে পড়লো!
যে সংগঠনের কর্মীদের হাতে কোন অস্ত্র থাকে না তাদেরই কেন নৃশংস ভাবে রাস্তায় পড়ে মার খেতে হয়, আমি জানি বিভিন্ন প্রশ্নবাণে এই সংগঠন আজ পর্যুদস্ত। কিন্তু এই ঝিমিয়ে পড়া বাঙ্গালিদের তাঁরাই তো জাগিয়ে তুলেছিল, আন্দোলনের যে এক অভূতপূর্ব গণজাগরণ তারা সাময়িকভাবে হলেও সৃষ্টি করতে পেরেছিল তাতে তো বিন্দুমাত্র কোন সন্দেহ নেই! আজ কি আমরা এটা ভেবে নিতে আবারও বাধ্য হবো যে আমাদের োহের আগুন আজ অস্তমিত বাঙ্গালীর গনরোষ আজ শাসক শ্রেণীর কাছে পরাজিত, নাকি ব্যাপারটা এমন যে অদূর ভবিষ্যতে আর কখনই কোন গণ বিপ্লবের বীজ এই বাংলার মাটিতে অঙ্কুরিত হবে না?
©somewhere in net ltd.