নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব সময় সাধারন, অনেক ভাব আনার চেষ্টা করছি কিন্তু আসে ন। শিশু,কিশোর ও বয়স্ক মানুষ ভালবাসি । একা থাকি, পড়তে থাকি।

প্রাইমারি স্কুল

অতি সাধারন

প্রাইমারি স্কুল › বিস্তারিত পোস্টঃ

হঠাৎ’ জামায়াতের কেন্দ্রীয় নেতারা সক্রিয় কেন ?

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৯

হঠাৎ’ জামায়াতের কেন্দ্রীয় নেতারা সক্রিয় কেন?

আমার পড়ার মাধ্যম হলো অনলাইন ও সোসাল মিডিয়া। আমার বেশি সময় থাকে না। তাই সব পত্রিকা ও টিভি চেনেলের ফেইজবুক পেইজে লাইক দিয়ে রাখছি। সময় বাচানোর জন্য এটাই সুবিধা মনে হয়।
যেহেতু দেশের বাহিরে থাকি মা’র কড়া নির্দেশ দেশকে যেন না ভুলি। সেই কারনে বাংলা পড়ি । আর পড়ার জন্য এক ভাইয়ের হাত ধরে সামহোয়্যার ইন ব্লগে আসি । সেখান থেকে আস্তে আস্তে করে লেখা । আজ ক’দিন ধরে একটা বিষয় নজরে আসে। আর তাহলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের বিবৃতি। প্রায় প্রতিদিনই কোন না কোন নেতার বিবৃতি বা বক্তব্য দেখি। হঠাৎ’
জামায়াতের কেন্দ্রীয় নেতারা সক্রিয় কেন ?

বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীসহ মোট পাঁচজন শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়। বাকী নেতারাও নামে বেনামে মামলার কারনে আত্ম গোপনে চলে যায়।
দলটির প্রথম সারির যেসব নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল সেই নেতাদের যুগেরও অবসান হলো বলে মনে করে কেউ কেউ। ২০১২ -১৪ সালে নেতাদের মুক্তির দাবীতে রাজপথে ব্যাপক আন্দোলন করে আলোচনা- সমালোচনায় বিশ্ব মিডিয়ায় ঝড় তোলে জামায়াত। কিন্তু বেশ কিছুদিন / মাস যাবৎ দল হিসেবে জামায়াত ইসলামী একেবারেই নিরব।

দলটির শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে এখন জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ কি হতে পারে? এরকম প্রশ্ন ছিলো সবার নিকট।
এই প্রশ্নের উত্তর পেতে না পেতেই হঠাৎ’ জামায়াতের কেন্দ্রীয় সব নেতারা রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠছে। এপ্রিলের আজ ২০ দিনে মোট বিবৃতি আসছে ২৫ টি। এর মধ্যে আমীর ,নায়েবে আমীর ,সেক্রেটারী জেনারেল ও সহকারী সেক্রেটারী রয়েছে। সোসাল মিডিয়ায় তরুন- কিশোর বেশি এতে অনেকেই বিভ্রান্তিতে পড়ে। যে বিবৃতি দিয়েছে এই ২০ দিনে তাহলো-

আমীর মকবুল আহম্মেদ ৪টি

১৮ এপ্রিল ২০১৭, মঙ্গলবার, ৭:৩২ তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে বলেন-
গত ১৬ এপ্রিল তুরস্কে যে ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়েছে সে গণভোটে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের দল ক্ষমতাসীন একে পার্টি জয়লাভ করায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান, একে পার্টি এবং তুরস্কের জনগণকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৮ এপ্রিল তুরস্কের প্রেসিডেন্টের নিকট একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
১০ এপ্রিল ২০১৭, সোমবার, ৭:১৬- ভারতের প্রতিরক্ষা চুক্তির বিরুদ্ধীতা করে-
ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ
৮ এপ্রিল ২০১৭, শনিবার, ৭:৪০

পানিতে ডুবে বহু জমির ধান বিনষ্ট হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে-

বৃষ্টির পানি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত এলাকার জনগণের পাশে সাহায্য-সহযোগিতা নিয়ে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সকলের প্রতি আহবান

৩ এপ্রিল ২০১৭, সোমবার, ৫:৫০ আবারও ভারতের প্রতিরক্ষা চুক্তির

প্রতিরক্ষা চুক্তি সম্পাদনের জন্য ভারতের অব্যাহতভাবে চাপ প্রদানে গভীর উদ্বেগ প্রকাশ
http://jamaat-e-islami.org/news-details.php…

নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান ৬ টি বিবৃতিদেন।

২০ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার,
সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর মূর্তিটি অবিলম্বে সরানোর আহ্বান
সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর মূর্তি সরানোর দাবিতে দেশের ধর্মপ্রাণ
জনগণ ও উলামায়ে কেরাম সম্পূর্ণ ঐক্যবদ্ধ
বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর মূর্তিটি অবিলম্বে সরানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ২০ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর মূর্তি সরানোর দাবিতে দেশের ধর্মপ্রাণ জনগণ ও উলামায়ে কেরাম সম্পূর্ণ ঐক্যবদ্ধ। এ নিয়ে কোন অস্পষ্টতা নেই।
১৩ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার, ৬:৪৮

কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতি সুষ্ঠুভাবে বাস্তবায়নে যাবতীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান
১২ এপ্রিল ২০১৭, বুধবার, ১১:৫১

জাতির ঘাড়ে ভিন্ন ধর্মের সংস্কৃতি চাপিয়ে দেয়ার ষড়যন্ত্রের কঠোর নিন্দা

মঙ্গল শোভা যাত্রা বিজাতীয় সংস্কৃতির অংশ এবং ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম
৭ এপ্রিল ২০১৭, শুক্রবার, ৭:৪৪

ভারতের পররাষ্ট্র সচিব এস জয় শঙ্করের বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ

তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ঝুলিয়ে রেখে ভারতের সাথে প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশের জনগণ চায় না
১ এপ্রিল ২০১৭, শনিবার, ৮:৫৭

জনাব আনোয়ারুল ইসলামকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
৩০ মার্চ ২০১৭, বৃহস্পতিবার, ১:৪২

শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা পালন করার নির্দেশ প্রদানে বিস্ময় প্রকাশ
http://jamaat-e-islami.org/news-details.php…

নায়েবে আমীর অধ্যাপক গোলাম পারওয়ার ২ টি বিবৃতিদেন।
১৯ এপ্রিল ২০১৭, বুধবার, ৮:৫১

যাতায়াতের ক্ষেত্রে বিরাজমান নৈরাজ্যজনক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ

রাজধানী ঢাকায় গণপরিবহন সিটিং ও গেইটলক সার্ভিস বন্ধ থাকায় জনগণের যাতায়াত সংকট চরম আকার ধারন করেছে
২২ মার্চ ২০১৭, বুধবার, ১০:১৭
মুবারক হোসাইনকে পুনরায় জেলগেট থেকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ
http://jamaat-e-islami.org/news-details.php…

সেক্রেটারী জেনারেল ডঃশফিকর রহমান ৪ টি বিবৃতিদেন।
১২ এপ্রিল ২০১৭, বুধবার, ৬:৩৮

ভারত সফর শেষে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য অসংলগ্ন ও অস্পষ্ট

ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সেনাবাহিনীকে ভারতের মুখাপেক্ষী করে দিয়েছেন
১৩ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার, ৭:২৩

ভারতে সংগে সমঝোতা স্মারকের বক্তব্য জাতির সামনে অবিলম্বে প্রকাশ করার আহ্বান

১৫ এপ্রিল শনিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
http://jamaat-e-islami.org/news-details.php…

সহকারী সেক্রেটারী এ এইচ এম হামিদুর রহমান আজাদ ৫ টি বিবৃতিদেন।
১৯ এপ্রিল ২০১৭, বুধবার, ৮:৫৩

দেশের সম্মানিত আলেম-উলামাদের কটাক্ষ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের তীব্র নিন্দা
১৮ এপ্রিল ২০১৭, মঙ্গলবার, ৮:০৩

মাইকে আযান দেয়া নিয়ে ভারতের গায়ক সনু নিগমের অযৌক্তিক বক্তব্যের তীব্র প্রতিবাদ

সনু নিগম জাতিসংঘ কর্তৃক স্বীকৃত মুসলমান জনগণের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করে জাতিসংঘ সনদ লংঘন করেছেন
১ এপ্রিল ২০১৭, শনিবার, ৭:১১

আঃ লীগ নেতা কর্তৃক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার তীব্র নিন্দা

মানুষ গড়ার কারিগর শিক্ষকগণ আওয়ামী সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক
৩ এপ্রিল ২০১৭, সোমবার, ১১:৫৬

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে সী-ট্রাক উল্টে ৪ জন যাত্রী নিহত ও ১৭জন যাত্রী নিখোঁজ হওয়ার মর্মান্তিক ঘটনায় উদ্বেগ প্রকাশ
২৬ মার্চ ২০১৭, রবিবার, ১২:২৬

দৈনিক মানব জমিনে প্রকাশিত ভিত্তিহীন অসত্য রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিমান বন্দ http://jamaat-e-islami.org/news-details.php… র এলাকার ঘটনাসহ সংঘটিত কোন সন্ত্রাসী ঘটনার সাথেই জামায়াত ও ছাত্রশিবিরের দূরতম কোন সম্পর্কও নেই

সহকারী সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম খান ২ টি বিবৃতিদেন।
১৮ এপ্রিল ২০১৭, মঙ্গলবার, ৮:১১

আলেমগণকে অশালীন ভাষায় গালমন্দ করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

জাসদের নেতা বাদল দেশের আলেমগণকে অকথ্য অশালীন ভাষায় গালমন্দ করে তার ইসলাম বিরোধী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশ করলেন
২ এপ্রিল ২০১৭, রবিবার, ৮:৫২

বণিকবার্তা, বাংলাদেশ প্রতিদিন এবং এনটিভির অনলাইন ভার্সনে প্রকাশিত অসত্য সংবাদের তীব্র নিন্দা
http://jamaat-e-islami.org/news-details.php…

সক্রিয় জামায়াতের বুদ্ধিজীবিরাও তারাও দিচ্ছেন যুক্তবিবৃতি -

তাদের ভাশায়, দেশের বিদ্যমান সংকট উত্তরণ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার জন্য দেশের বিশিষ্ট নাগরিকবৃন্দ নিম্নোক্ত যুক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-
“আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জিত গণতন্ত্র আজ নির্বাসিত। মানুষের জানমালের নিরাপত্তা নেই। গুম-খুন-অপহরণ-ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং হত্যা দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে। জঙ্গিবাদ দমনে সরকারের ব্যর্থতার কারণেই জনগণ আজ আতঙ্কগ্রস্ত। দেশের এ সংকটকালে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। বিবৃতিতে স্বাক্ষর করেছেনঃ
ডা. জাফরুল্লাহ চৌধুরি, ট্রাষ্টী, গণস্বাস্থ্য কেন্দ্র, জনাব মাহমুদুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক আমার দেশ, কবি আল মাহমুদ, এড. খন্দকার মাহবুব হোসেন, সাবেক সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি, মেজর জেনারেল
(অব.) সৈয়দ মোঃ ইব্রাহিম, বীর প্রতীক, চেয়ারম্যান, বাংলাদেশ কল্যাণ পার্টি, জনাব আবুল আসাদ, সম্পাদক, দৈনিক সংগ্রাম, জনাব আলমগীর মহিউদ্দিন, সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত, ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, সেক্রেটারী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি, জনাব মোঃ আবদুল গফুর, ভাষা সৈনিক, সুকোমল বড়ুয়া, কো-চেয়ারম্যান, সর্বধর্মীয় সম্প্রীতি সভা, এড. মোঃ খোরশেদ আলম, সভাপতি, ঢাকা আইনজীবী সমিতি, জনাব শওকত মাহমুদ, সভাপতি, বিএফইউজে, জনাব রুহুল আমীন গাজী, সাবেক সভাপতি, বিএফইউজে, জনাব এরশাদ মজুমদার, বিশিষ্ট কলামিষ্ট, মুন্সী আবদুল মান্নান, সহ-সভাপতি, বিএফইউজে, জনাব এমএ আজিজ, সাবেক মহাসচিব, বিএফইউজে, জনাব আবদুল আওয়াল ঠাকুর, সিনিয়র সহকারী সম্পাদক, দৈনিক ইনকিলাব, সৈয়দ আবদাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক,জাতীয় প্রেসক্লাব, জনাব মোদাব্বের হোসেন, সহকারী মহাসচিব, বিএফইউজে, জনাব জাহাঙ্গীর আলম প্রধান, সাধারণ সম্পাদক, ডিইউজে, বিশিষ্ট কবি মোশাররফ হোসেন খান প্রমুখ।
http://jamaat-e-islami.org/news-details.php…

জামায়াত নেতারা দাবী করেন জঙ্গিবাদ ও সন্ত্রাসের সাথে জামায়াতের কোন ধরনের সম্পর্ক নেই। একই সাথে কেন্দ্র থেকে সবাইকে ধৈর্য্য ধারণের জন্য বলা হয়েছে৷ বলে বিবৃতিতে স্বীকার করেন।
হঠাৎ’ করে জামায়াত নেতাদের সক্রিয় হয়ে ওঠার পিছনে কোন রহস্য আছে বলে মনে হয়।

বিবিসির এক সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির শিক্ষক দিলারা চৌধুরী বলেছিলেন যে, জামায়াতের নতুন নেতৃত্বকে তাদের ১৯৭১ সালের ভূমিকা স্বীকার করে দলের গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে। তবে দলটির পুনর্জীবন সম্ভব।

তিনি আরো বলছেন, "প্রথম কথা হলো জামায়াতের এই যে মনোভাব আমরা মুক্তিযুদ্ধের সময় কোনো অপরাধ করি নি, সেব্যাপারে জনগণের কাছে তাদের ক্ষমা চাইতে হবে। দলের নতুন নেতৃত্বকে এটা করতে হবে। বাংলাদেশকে যে তারা ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার করতে চায়, এটাও পরিবর্তন করতে হবে। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানকে মেনে নিতে হবে। এসব পরিবর্তন আনলেই দলটির পুনর্জীবন সম্ভব। কারণ জনগণের কাছে গ্রহণযোগ্যতাই সবচে বড় কথা।"
তিনি মনে করেন, "দলটি ক্যাডার-ভিত্তিক দল এবং তাদের কার্যক্রম বেশ শক্ত। তৃনমূল পর্যায়ে নেতাদের ভাল নেটওয়ার্ক আছে। তাদের দিয়ে পার্টি পুনর্জীবিত করা সম্ভব যদি তারা ঐ পরিবর্তনগুলো আনে।" বিবিসি বাংলা ৪ সেপ্টেম্বর ২০১৬।
জামায়াত কি দোষ স্বীকার করবে ? বা স্বীকার করলেও কি তারা সাদা হয়ে যাবে?

জামায়াতে ইসলামীর রাজনীতি পর্যবেক্ষককে একজন দৈনিক নয়া দিগন্তের উপদেষ্টা সম্পাদক সালাহউদ্দিন বাবর,
তার মতে, মুক্তিযুদ্ধের পর জন্ম নেয়া জামায়াতের তরুণ নেতৃত্ব ইতোমধ্যেই দলটিকে গোছানোর চেষ্টা করছে।
"জামায়াত কখনোই একক নেতৃত্বের উপর নির্ভরশীল দল ছিলো না। দলটি সবসময় কালেকটিভ নেতৃত্বের দল। প্রবীণ যাদের শাস্তি হয়েছে তাদের বাইরে এখন যারা নেতৃত্বে দিচ্ছেন তারাও সেই পথেই এগুবে বলে আমার মনে হয়,"।
তিনি আরো বলছেন, যুদ্ধাপরাধের অভিযোগ মুক্ত তরুণদের নিয়েই এখন জামায়াতে ইসলামী গঠিত হচ্ছে। তারা নিজেদেরকে গোছাচ্ছে।"
হাস্যকর!! আমরা দেখি জামায়াতে ইসলামী এখন ওয়েবসাইট নির্ভর দলে পরিনত হয়েছে। আবার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালীন সময়, দল হিসেবেও জামায়াতের বিচারের বিষয়টি সামনে এসেছে।
অন্যদিকে দলটির নিবন্ধন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত নেতাদের যুগের অবসানের পর আওয়ামী লীগ কি দলটি সম্পর্কে তাদের মনোভাব পরিবর্তন করবে?
জামায়াতের কি রাজনীতির সুযোগ থাকবে ?
ওয়েবসাইটে কর্মসূচি দেয়ার মধ্যেই জামায়াতের কর্মকাণ্ড সীমাবদ্ধ রয়েছে। সেখান থেকে জামায়াত কি বের হতে পারবে?
তাদের সব নেতারাই ওয়েবসাইটের মাধ্যমেই সব ধরনের দলীয় বক্তব্য বিবৃতি দিতে দেখা যাচ্ছে ।

দেশের রাজনীতি শূন্য প্রায়। বিরুধী দল বলতে কেউ নাই । যাদের বিরুধীদল বলা হয় তারাও আবার সরকারী দলের মন্ত্রী। এতে সরকার আরও একক পাওয়ার ফুলে পরিনত হচ্ছে বা হবে।
এই শূন্যতা জামায়াত কি পূরন করবে না বিএনপি সক্রিয় হবে তা নির্ভর করবে সরকারের মনোভাবের উপর। আমাদের দেখতে হলে আরও অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষায় ।


মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৫

বিদেশে কামলা খাটি বলেছেন: ভাল তো।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২২

প্রাইমারি স্কুল বলেছেন: খারাপ না

২| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৬

রানার ব্লগ বলেছেন: কথা আছে, যখন তুমি হিংসা ছড়িয়ে কার্জ সিদ্ধি করতে পার না, তখন ছল করে ভালো মানুষ সেজে কার্জ সিদ্ধি করতে হয়।

জামাত এটাই করছে।

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৩

প্রাইমারি স্কুল বলেছেন: হিম, সবাই তো সেই ভালো কাজ গুলোই দেখবে

৩| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩৪

ওমেরা বলেছেন: মিটিং করতে পারে না,মিছিল করতে পারে একটু বিবৃতি তাতে ও আপনাদের সমস্যা !!

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:০২

প্রাইমারি স্কুল বলেছেন: না পারার ব্যার্থতা কার ?

৪| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: জামাত হলো কাাডার ভিত্তিক দল।। এখানে নেতাদের তিনটি স্তর আগে থেকেই তৈরী থাকে।। ভাল না লাগলেও বলতে বাধ্য, দলীয় গনতন্ত্র যদি কিছুটা থাকে, তবে এই দলেই আছে।।

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৩

প্রাইমারি স্কুল বলেছেন: আপনার কথার সাথে আমি একমত। তাদের দলে উন্নাত মানের গণতন্ত্র আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.