![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতে বাবরি মসজিদ আর রাম মন্দির নিয়ে অনলাইনে ভোটাভুটির বিষয় টা আসলে কত টা গ্রহণযোগ্য? (https://goo.gl/GdA4kk) বেশ কিছুদিন যাবত এ নিয়ে অনলাইনে ব্যাপক প্রচারণা লক্ষ করছি।
বাংলাদেশে নিবার্চনের সময় শেখ হাসিনা থাকবে কি থাকবে না সে বিষয় প্রথম আলো এরকম কত ভোটের যে আয়োজন করেছিল তার সিমানা নাই কিন্তু সেই ভোট কই এখন আর শেখ হাসিনাই বা কই ?
ভারতের মতো ভিনদেশর কঠিন ও জটিল বিষয় অনলাইনে ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনবে এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? তবে আরও অস্পষ্টতা থেকেই যে গেল। যেমনঃ
-এটা আদালতে বিচারাধিন তাহলে ভোটের আয়োজক কারা ?
আদালত না সরকার??
-যে ইস্যুকে কেন্দ্র করে খুনের বন্যা বয়েছিল। সেটা কি এ অনলাইন ভোটাভুটির মাধ্যমেই সমাধান হয়ে যাবে?
-যে সাইট থেকে এ ভোট আয়জোন করা হল সেটা কি আদৌ নিরপেক্ষ? যদি তাই না হবে এ সাইটের ভোটটাভুটির গ্রহণযোগ্যতা কতটুকু?
- কারা এ ভোটাভুটির মুল আয়োজক?
-কবে শেষ হবে এ ভোট? কবে হবে রায়?
-কারা রায় দিবে? কোন আদালতে দিবে?
- রায়ের পর তা বাস্তবায়ন হবে কতটুকু?
-এতবড় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তর্জাতিক মিডিয়া এমনকি আমাদের দেশীয় মিডিয়াগুলো চুপ কেন?
সবচেয়ে খারাব লাগছে ইসলাম পন্থি বড় বড় রাজনীতিবিদ এই বিষয় স্ট্যাটাস দিয়েছে । এই লোক গুলোর রাজনীতি ছেড়ে হাল চাষ করতে যাওয়া উচিৎ। কোনটা সত্য আর কোনটা মিথ্যা এই সিম্পল সমীকরণ যারা বুঝে না তারা রাজনীতি করে মানুষের বিপদ ডেকে আনা ছাড়া আর কিছুই দিতে পারবে না।
যেখেনে নিজ দেশের সরকার নিবার্চনে ভোট দে্যার অধিকার আনতে পারে না সেখানে ভারতের মতো ভিনদেশর কঠিন ও জটিল বিষয় অনলাইনে ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনবে এর চেয়ে বোকারাম ও হাস্যকর আর কি হতে পারে? মানুয়ের আবেগকে কাজে লাগিয়ে বড় হতে চায় ।
কিন্তু যারা বুঝে তারা যে হাসে সেটা তারা তো বুঝে না। আর সে কারনেই তারা বলে যে বই পড়ে রাজনীতি করা যায় না । পরিশেষে এতটুকুই বলছি যে, এসবই ১০০০% ভূয়া।
©somewhere in net ltd.