![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি খুদার্ত মাছ খাবার খোঁজার জন্য পানির নীচ থেকে তীরে আসে । সে একটি সামান্য খাবারের পাত্র তীরে দেখতে পায়। কিন্তু তীরে পাওয়া খাবারের পাত্র পর্যন্ত তাঁর মুখ পৌঁছে না । তারপরও মাছ তাঁর মুখ দিয়ে চেষ্টা করছিলো পাত্র থেকে খাবার খাওয়ার। কিন্তু বারবার তাঁর চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
গ্রীষ্মের দিনে, তৃষ্ণার্ত ( বাতাসের জন্য) ও খুদার্ত মাছটি এখানে-সেখানে খাবারের সন্ধানে সাতার কাটছে। তীরের যে কোন স্থানে সাঁতার কাটছে কিন্তু কোন খাবারের সন্ধ্যান পাচ্ছে না। অবশেষে; মাছ কাছাকাছি একটি বিড়াল দেখতে পেলো।
সে বিড়ালের নিকট জানতে চাইলো হে বিড়াল, পাত্রে কি খাবার আছে ভাই। না মিথ্যা মিথ্যা একটি খাবার পাত্র দেখছি? বিড়াল বলল না ভাই তোমার সাথে আমি মিথ্যা বলবো কেন? আমরা তো তোমাদের কাঁটা খেয়েই বেঁচে আছি। কিন্তু পাত্রের নীচে সামান্য খাবার আছে।
মাছ চিৎকার দিয়ে বলে, খুদা লাগছে! কি খাবো আমরা?
আর খাবার স্তর এত কম যে আমি সেখানে পৌঁছাতে পারি না । বিড়ালের মাছের প্রতি মায়া হলো। বিড়াল তাঁর মাথা দিয়ে পাত্রটি দূরত্ব থেকে মাছের কাছে আনার চেষ্টা করে। কিন্তু সে মাথা দিয়ে ঠেলা দিয়েও মাছের কাছে আন্তে পারে না। আর মাছও খুদায় ছটফট করছে। খাবার খেতে পারছে না।
বিড়াল চিন্তায় পড়ে গেলো। সে ভাবছে আর ভাবছে । কি করে মাছের খুদা নিবারণ করা যায়।
কিছুক্ষণ পর বিড়াল লাফিয়ে ওঠে চিৎকার দিয়ে বলে,
পাইছি! পাইছি! সাথে নাচতে থাকলো বিড়াল।
অতপর খাবারে পাত্র থেকে মুখে করে খাবার নিয়ে মাছের মুখে খাওয়াইয়ে দিলো। মাছও বিড়ালের মুখ থেকে খাবার খেয়ে আনন্দে লাফ দিলো। বিড়াল এবার মুখের সাথে হাত দিয়েও খাবার খাওয়ায়ে দিলো । মাছ যতবার খাচ্ছে ততবার আনন্দে লাফ দিচ্ছে। বিড়াল ও মাছ সবাই এবার খুশি। এভাবে মাছের পেট ভরে গেলো। এখন বিড়াল খাবারের পাত্র থেকে খাবার খাওয়াতে সক্ষম হয়েছে এবং মাছের খুদা নিবারণ করতে সক্ষম হয়েছে । সেও মহা আনন্দিত!!!
Moral of the history : প্রয়োজনটি আবিষ্কারের মা। সাহায্য করা উচিৎ সেচ্ছায়, সাহায্য করে আনন্দ পাওয়া আর সাহায়্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ।
১২ ই জুলাই, ২০১৭ ভোর ৪:০১
প্রাইমারি স্কুল বলেছেন: ব্লগে আসলে যাদের লেখা খুঁজে খুঁজে পড়ি চাঁদগাজী আপনি তাদের একজন। কি মন্তব্য করেছেন তাঁর চেয়ে বড় কথা এই বাচ্চা ছেলের লেখা পড়ে আপনার মতামত পেশ করেছেন এটাই অনেক বড় পাওয়া। ধন্যবাদ আপনাকে
২| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৫
ওমেরা বলেছেন: গল্পটা খুব ভাল হয় নাই তবে গাজী ভাইয়ার কমেন্ট খুব মজার হইছে ।
১২ ই জুলাই, ২০১৭ ভোর ৪:০৪
প্রাইমারি স্কুল বলেছেন: ভাল হয়নি আমিও জানি,কারন আমি একদমই নতুন লেখক, তারপর আপনাদের মন্তব্যের জন্য লেখি , চেষ্টা করে দেখছি ভাল করা যায় কি না। আপনাদের সাহায্য থাকলে আশা করি পারবো
৩| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৪
আখেনাটেন বলেছেন: বেশ।
১২ ই জুলাই, ২০১৭ ভোর ৪:০৫
প্রাইমারি স্কুল বলেছেন: ধনযবাদ
৪| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৫
প্রাইমারি স্কুল বলেছেন: ভালো লেখার চেষ্টা
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৫
চাঁদগাজী বলেছেন:
গল্পের সবকিছু নিকের সাথে মিল আছে।