নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব সময় সাধারন, অনেক ভাব আনার চেষ্টা করছি কিন্তু আসে ন। শিশু,কিশোর ও বয়স্ক মানুষ ভালবাসি । একা থাকি, পড়তে থাকি।

প্রাইমারি স্কুল

অতি সাধারন

প্রাইমারি স্কুল › বিস্তারিত পোস্টঃ

মারহাবা! পেশীশক্তিতে শিক্ষকরা এগিয়ে

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:১১



উইল এণ্ড এরিয়াল ডুরান্ট বলেছিলেো শিক্ষা হলো সভ্যতার রূপায়ন। আর হেনরি এডামস বলেছিলেন - একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলে, কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয় ।

বাংলাদেশে এই কথা শিক্ষকের জন্য নয়। এখন শিক্ষা একটা ব্যবসা আর শিক্ষক ব্যবসায়ী। আর ছাত্র-ছাত্রী ক্রেতা। এক সময় শিক্ষক ছিলো অভিবাবক । বাবা-মা’র কাছে যে কথা বলতে পারতাম না তা শিক্ষকের নিকট বলতাম । আর এখন তা ইতিহাস ।

আজ ঢাকা বিশব্বিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন: শিক্ষক-শিক্ষার্থী হাতাহাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা সিনেট ভবনের ফটকে জড়ো হন। তাঁরা ডাকসুর নির্বাচনের দাবিতে স্লোগান দিতে থাকেন।

ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী, সহকারী প্রক্টর রবিউল ইসলামসহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তারা ফটকের ভেতরে অবস্থান করছিলেন। তাঁরা শিক্ষার্থীদের পথরোধ করেন। এ সময় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। সেখানে বসে পড়েন শিক্ষার্থীরা।

পাঁচ মিনিটের মধ্যে শিক্ষকেরা তাঁদের ধাওয়া দিয়ে বের করে দেন।“এ সময় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। সেখানে বসে পড়েন শিক্ষার্থীরা।

তাই বলতে মন চায় যে, মারহাবা! পেশীশক্তিতে শিক্ষকরা এগিয়ে এখন!

উইলয়াম আর্থার ওয়ার্ড বলেছিলেন- মাধ্যম মানের শিক্ষক বলেন । ভাল শিক্ষক বুঝিয়ে দেন। শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান। মহান শিক্ষক অনুপ্রাণিত করেন।

ঢাকা বিশব্বিদ্যালয় কে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। বাংলাদেশের এই মহান প্রতিষ্ঠানের মহান শিক্ষকগন ছাত্রদের সাথে মারামারি ও হাতাহতি করে উইলয়াম আর্থার ওয়ার্ডের কথার আলোকে পরবর্তীদের অনুপ্রাণিত করেছেন। আজকের এই অবস্থা হলে আরও চল্লিশ বছর পরে কি হবে ? আমাদের কে শিখায় আর কি শিখি।

আমরা যা শিখছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোন প্রভাব ফেলতে না পারে, আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে না পারে, আমাদের বিশ্বাসকে আরো মজবুত করতে না পারে তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্যে, নিয়্যতে ভুল আছে । আগামী প্রজন্মদের জন্য কি রাখছি । কেউ কি একটু চিন্তা করবেন প্লিজ।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


"ঢাকা বিশব্বিদ্যালয় কে বলা হতো প্র্যাচের অক্সফোর্ট । "

- প্র্যাচের অক্সফোর্ট ?

-সুন্দরনাম দিয়েছেন।
ঢাকা ইউনিভার্সিটির ৯০% শিক্ষকই ছাত্র রাজনীতি করেছেন; এগুলো ক্যাডার

৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০৯

প্রাইমারি স্কুল বলেছেন: ধন্যবাদ দাদা ভুল ধরিয়ে দেয়ার জন্য । আপনার সাথে আমি এক মত

২| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৩

প্রাইমারি স্কুল বলেছেন: ধন্যবাদ দাদা ভুল ধরিয়ে দেয়ার জন্য । আপনার সাথে আমি এক মত

৩| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪০

তপোবণ বলেছেন: ক্যাডাররা শিক্ষক হলে যা হয় আরকি। আদালত ভাংচুড় কারী বিচারপতি হলে বিচার আর কি হবে, ঐ একই সূত্র।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৪

প্রাইমারি স্কুল বলেছেন: আগামী দিনের দিকে তাকিয়ে হলেও তাদের উচিৎ এসব বন্ধ করা

৪| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখন এগুলোরে জেলে ঢুকালে পুলিশের মুন্ডুপাত করা হবে...

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৬

প্রাইমারি স্কুল বলেছেন: গোড়ায় দোষ হলে জেলে ঢুকালে তো সমস্যা মিটবে না

৫| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কষ্ট পাওয়ার খবর তবুও লাইক দিয়ে গেলাম।
সুন্দর লিখেছেন। শিক্ষক সত্যিই ইতিহাস এখন।

শুভকামনা আপনার জন্য

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫০

প্রাইমারি স্কুল বলেছেন: লাইক দিয়ে কি করব দাদা দেশটা যদি আশা দেখাইতো তাইলে আর কিছুর দরকার নাই

৬| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৫

প্রোলার্ড বলেছেন: দেখতে তো মনে হচ্ছে এটা WWE এর Royal Rumble. এখানে স্টেফানি ম্যাক মাহনের ভূমিকাতে একজনকে দেখা যাচ্ছে।

৭| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৫

আবদুল মমিন বলেছেন: যেমন শিক্ষক তেমন ছাত্র ।একটু কাতুকুতু খেলা আর কি ।

৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

প্রাইমারি স্কুল বলেছেন: হাসি পেলেও দেশের জন্য লজ্জা জনক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.