নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চক্ষে আমার তৃষ্ণা

না বলা কথা... [বি:দ্র: এই ব্লগটি কাউকে না পড়ার জন্য অনুরোধ করিছ। এটি একান্তই ব্যক্তিগত ব্লগ। ধন্যবাদ। ]

পপকর্ণ

স্বার্থপর মানুষ

পপকর্ণ › বিস্তারিত পোস্টঃ

মিমের প্যারেন্টস ডে এবং অন্যান্য

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

১৬ ফেব্রুয়ারি ২০১৩ শনিবার রাত্র ১০:৪২ ময়ূর ভিলা মোহাম্মদপুর ঢাকা-১২০৭



১.

দীর্ঘদিন পর ব্লগ লিখতে বসলাম। মাঝখানে নানা কারণে ব্লগের শিরোনাম লিখলেও ভিতরে আর লেখা হয়ে ওঠেনি। তাছাড়া কম্পিউটার নতুন করে সেটাপ দেয়ায় পপকর্ণের পাসওয়ার্ড হারিয়ে ফেলেছিলাম। অনেক ঝামেলার পর তা উদ্ধার করলাম। শুকরিয়া! নতুন বছরে তেমন একটা ব্লগ লেখা হয়নি। এখন থেকে নিয়মিত লেখার চেষ্টা করব।



২.

আজ মিমের প্যারেন্টস ডে ছিল। আব্বু-আম্মু না আসায় প্রথমবারের মত আমি আর যিশু ভাইয়া ময়মনসিংহ গেলাম মিমের সাথে দেখা করার জন্য। আগামি পরশুদিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি মিমের জন্মদিন। ওর জন্য কূপারস থেকে ৭০০ টাকা দিয়ে কেক নিয়ে গেলাম। তাছাড়া চুইংগাম, চকলেট, চানাচুর, ডালমুঠ, ফেসওয়াস, টুথপেস্ট, বিস্কিটসহ অনেক কিছু নিলাম। এই একটি মাত্র জায়গা যেখানে টাকা খরচ করতে আমি কখনোই কার্পণ্য করিনা। মিমের ক্ষেত্রে আমি বরাবরই উদার। অবশ্য অন্যান্য ক্ষেত্রেও আমি টাকা খরচে কার্পণ্য করিনা তেমন একটা। কিন্তু সমস্যা হল আমার কোনো উপার্জন নেই। /:)



মিমের কাছে মাত্র আধাঘন্টার মত থাকতে পেরেছি। কেননা, ওখানে ভাইদের অবস্থান করার অনুমতি নেই। তারপরও বিশেষ বিবেচনায় আমাদের অনুমতি দেয়া হয়েছে।



ঢাকা ফিরেছি বিকেলে। সরাসরি ধানমন্ডি যাই। সেখানে মোহনার সাথে দেখা করি। অনেকদিন পর আমাদের আজ দেখা হল। আজ ওর জুডিশিয়ারি পরীক্ষা শেষ হল। আমাকে জিনজিয়ান-এ খাওয়াতে চেয়েছিল। কিন্তু জিনজিয়ান বন্ধ থাকায় বিএফসিতে খাওয়ালো। খাবার শেষে রিকশাতে একঘন্টা ঘুরে বেড়াই। প্রতি ঘন্টা ঢাকায় ১০০ টাকা নেয়। তারপর মোহনা চলে যায়। আমিও বাসায় ফিরে আসি।



৩.

এদিকে দেশে এক অভূতপূর্ব গণজাগরণ চলছে। শাহবাগের নতুন নামকরণ হয়েছে প্রজন্ম চত্ত্বর। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের ফাঁসির দাবিই প্রধান দাবি। গত ১১ দিন যাবৎ এই আন্দোলন চলছে। আমি প্রায় প্রতিদিনই আন্দোলনে শরিক হয়েছি। তবে আজ যেতে পারিনি। কারণ, ময়মনসিংহ থেকে এসে ক্যাম্পাসে যাবার ইচ্ছে থাকলেও মোহনার সাথে দেখা করার কারণে আর যাওয়ার সময় হয়নি। তবে আজ ব্লগার রাজীব হায়দারের জানাজা পড়া হয়। লাখো মানুষ অংশগ্রহণ করে। এখানে উল্লেখ্য যে, ব্লগার রাজীব হায়দারকে গতকাল নৃশংসভাবে হত্যা করা হয়। তিনি 'থাবা বাবা' নামে ব্লগিং করতেন।



এছাড়াও আলোচনার আরো অনেক বিষয় রয়েছে। আমি একে-একে আলোচনা করব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.