নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চক্ষে আমার তৃষ্ণা

না বলা কথা... [বি:দ্র: এই ব্লগটি কাউকে না পড়ার জন্য অনুরোধ করিছ। এটি একান্তই ব্যক্তিগত ব্লগ। ধন্যবাদ। ]

পপকর্ণ

স্বার্থপর মানুষ

পপকর্ণ › বিস্তারিত পোস্টঃ

বিবিসি সংলাপে অংশগ্রহণ

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

২৩ মার্চ ২০১৩ শনিবার রাত্র ১১:৪৬ ময়ূর ভিলা মোহাম্মদপুর ঢাকা-১২০৭



আজ বিবিসির সংলাপে প্রথমবারের মত অংশগ্রহণ করলাম। বিয়াম অডিটোরিয়ামে সংলাপ আয়োজন করা হয়। অতিথি হিসেবে ছিলেন প্রধামন্ত্রী শেখ হাসিনার অর্থ উপদেষ্ট মশিউর রহমান, বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, বিকল্পধারার মাহি বি চৌধুরী এবং সেলিমা রহমান।



দর্শক ছিল প্রায় ১২০ জন। নাদিম, ইমরান মাজহার, ইমরান, পিয়াস, সাদিয়া হুমায়রা এবং আমি অংশগ্রহণ করি। মোহনাকে বলেছিলাম অংশগ্রহণ করতে; কিন্তু করেনি। বলেছিলাম তামান্নাকেও। কিন্তু সে প্রচণ্ড ভাব দেখিয়ে এড়িয়ে গেছে।



দুর্ভাগ্যজনক হল, মূল অনুষ্ঠানে বেশ কয়েকবার হাত তোলার পরও উপস্থাপকের চোখে পড়িনি। তাই প্রশ্ন করতে পারিনি।



একজনের প্রশংসা না করলেই নয়। মাহি বি চৌধুরীকে দারুণ লেগেছে। খুবই হ্যান্ডসাম এবং স্পষ্টভাষী। কথা বলার ভঙ্গিও দারুণ। কন্ঠ বেশ তেজদ্দীপ্ত। উপস্থাপক আকবর হোসেনও বেশ ভালো উপস্থাপনা করেছেন।



অনুষ্ঠান শুরুর আগে আমি একটি কবিতা আবৃত্তি করেছিলাম। অনেকেই প্রশংসা করল। :):)



তবে বিরক্ত লেগেছে টানা ৪টা ঘন্টা আটকে রেখেছে বলে। গিফট হ্যাম্পার হিসেবে কলম, নোটপ্যাড (বেশ সুন্দর) এবং চাবির রিং দিয়েছে। নোটপ্যাডটা তামান্না নিয়ে যায় সন্ধ্যায় আর কলমটা দখল করে বন্ধু মুরগি মনির। অবশ্য ইমরানের নোটপ্যাড এবং কলম- দুটোই প্রিন্স নিয়ে যায়।



আগামি সোমবার রাত্র ৮টায় চ্যানেল আইতে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.