![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বার্থপর মানুষ
২ এপ্রিল ২০১৩ মঙ্গলবার রাত্র ১১:২৬ ময়ূর ভিলা মোহাম্মদপুর ঢাকা-১২০৭
প্রিয় মৃন্ময়ী,
সিদ্ধান্তটি নিয়েই ফেললাম। আজকে 'দি লিগ্যাল কেয়ার' চেম্বারকে বিদায় জানিয়ে এলাম। চেম্বারটির কর্ণধার ব্যারিস্টার কামরুজ্জামান স্যার। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়াশুনা করেছেন। মূলত চেম্বারে যোগদান করার এক সপ্তাহের মাথায়ই তাঁর সাথে মতবিরোধ দেখা দেয়। তখনি তাঁকে সরাসরি জানিয়ে দেই যে, আমি আর চেম্বারে আসব না। পরবর্তীতে তিনি ফোন দেয়ায় সৌজন্য রক্ষার্থে পুনরায় চেম্বারে যোগদান করি। মোট দু'মাস সময় কাটল চেম্বারে। আজ রেমুনারেশন নিয়ে চলে এলাম। আর হ্যাঁ, রেমুনারেশন হল ৭ হাজার টাকা মাত্র।
চলে আসার সময় স্যারের মুখটি স্বাভাবিকভাবেই কালো হয়ে গেল। তাঁর জন্য মায়াও লাগছিল। কেননা, তাঁর ক্ল্যার্ক কমলদাও চেম্বার ছাড়ছেন। ইব্রাহিমও শুনলাম ছেড়ে দিবে। আবিদও চলে যাবে শুনলাম।
এখন থেকে ভাবছি বিসিএস-এর জন্য প্রস্তুতি নিবো। দেখা যাক কতদূর কি করতে পারি !
[ফুটনোট: কমলদা চেম্বার ছাড়েনি, ছাড়েনি আবিদও। তবে ইব্রাহিম এ মাসে অর্থাৎ জুন মাসে নতুন চেম্বারে যোগদান করেছে। স্যার নিজেই ইব্রাহিমকে চেম্বার ছেড়ে দিতে বলেছেন।
০৭/০৬/২০১৩ শুক্রবার]
©somewhere in net ltd.