![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বার্থপর মানুষ
১১ এপ্রিল ২০১৩ বৃহস্পতিবার রাত্র ১১:৫৬ ময়ূর ভিলা মোহাম্মদপুর ঢাকা-১২০৭
দেশের অবস্থা বেশি ভালো না। হরতালের অত্যাচারে পিষ্ট দেশ। তাছাড়া প্রতিদিনই রাজনৈতিক হানাহানি ও নানা ঘটন-অঘটনে র্জজরিত দেশ। প্রতিনিয়ত ঘটছে সহিংসতা। মানুষের জীবনের নিরাপত্তা নেই। এমনি এক অবস্থায় হঠাৎ করেই বরগুনা গেলাম আমি আর মিম। মূল উদ্দেশ্য মিমকে বরগুনা রেখে আসা এবং দীর্ঘ প্রায় ২ বছর পর পরিবারের পাঁচজন একত্রিত হওয়া।
৮ এপ্রিল সকালে বরগুনা পৌঁছাই। ৮ এবং ৯ এপ্রিল রাত্রে বাসায় রাত্রিযাপন। ১০ এপ্রিল রাত্রের বাসে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা। আজ সকালবেলা ঢাকার বাসায় পৌঁছে যাই।
সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল দীর্ঘ ২ বছর পর আমাদের পরিবারের পাচঁজন একত্রিত হলাম। সাধারণত দেখা যায় চারজন পর্যন্ত আমরা একত্রিত হয়েছি। যেকোনো একজন অনুপস্থিত থাকে। কিন্তু এবারে ষোলকলা পূর্ণ হল যদিও ক্ষণিকের জন্য, বলা যায়। মাত্র তিনদিন। একটি যৌথ ছবিও তোলা হয়েছে। আনাড়ি হাতে ছবি তুলেছেন একজন মহিলা। বসুদের আত্মীয়। নামটা ভুলে গেছি। আমাদের পরিবারের মাত্র এই একটি ছবিই আছে আমার কাছে। এখানে আপলোড করার লোভ সামলাতে পারছি না।
©somewhere in net ltd.