![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বার্থপর মানুষ
১৯ জুন ২০১৩ মঙ্গলবার রাত্র ১০:৫৫ ময়ূর ভিলা মোহাম্মদপুর ঢাকা-১২০৭
যদিও আজ বাহিরে ছিলাম নিরুত্তাপ, ভিতরে-ভিতরে ছিলাম ভীষণ উত্তেজিত। কেননা, আজ আমার জীবনের প্রথম শুনানী হল।
বিজ্ঞ ৬ষ্ঠ যুগ্ম জেলা জজ আদালতে আজ আমার জীবনের প্রথম মুভ করি। আদালতটি নতুন জজ ভবনের ৫ম তলায় বসে। বিচারকের নামটি মনে রাখিনি। কাল জেনে লিখে রাখব।
আজকে স্যারের অনেকগুলো শুনানী ছিল। তিনি সিদ্ধান্ত নিলেন উপরিউক্ত কোর্টের শুনানীতে আজ অংশগ্রহণ করবেন না। তাই তিনি আমাকে দিয়ে দুটি দরখাস্ত দাখিল করালেন। একটি দরখাস্ত হল স্যারের অসুস্থতা দেখিয়ে সময় চেয়ে আবেদন এবং অন্যটি হল নিম্ন আদালতের রায় ও ডিক্রির সকল কার্যক্রম স্থগিতাদেশের সময় বাড়ানোর আবেদন।
অনেকক্ষণ এজলাসে অপেক্ষা করার পর বিজ্ঞ জজ কোর্টে উঠলেন। একপর্যায়ে আমার মামলা ডাকা হল। দেওয়ানি আপিল নং-৪২৩/২০১১। আমি আমার বক্তব্য পেশ করলাম। বিবাদীদের পক্ষে দুজন সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন। তারা আমার বক্তব্যের তীব্র বিরোধিতা করলেন। আমি খানিকটা হকচকিয়ে গেলাম। কেননা, এভাবে তীব্র বিরোধিতা প্রত্যাশা করিনি। প্রস্তুতও ছিলাম না। যাহোক, প্রতিপক্ষের বেশ তীব্র ও উচ্চকিত বিরোধিতার মধ্যেই শান্তভাবে আমার বক্তব্য আবার পেশ করলাম। বিজ্ঞ জজ একবার আমার চোখের দিকে তাকালেন শান্তভাবে, আরেকবার প্রতিপক্ষের আইনজীবীদের দিকে তাকালেন হাস্যেজ্জ্বলভাবে। তারপর অর্ডার লিখলেন। কিন্তু কী লিখলেন, তা জানতে পারলাম না তখন!
কিছুটা দুশ্চিন্তা রয়েই গেল মনের ভিতর। পরবর্তীতে দুপুর দুটায় আমি আর মোশারফ গিয়ে অর্ডার দেখে আসলাম। আমার দুটি দরখাস্তই গ্রহণ করা হয়েছে। তবে অ্যাডজর্নমেন্ট কস্ট হিসেবে তিনশ টাকা ধার্য করা হয়েছে।
স্যারকে এসে সংবাদটি জানালাম। স্যার ভীষণ খুশি হলেন। পরবর্তীতে তিনি আমাকে নিয়মিত কোর্টে দাড়িয়ে কথা বলার জন্য উৎসাহ প্রদান করলেন। এমনকি আগামি রবিবার একটি ইনজাঙ্কশনের মামলার শুনানীর জন্য প্রস্তুতি নিতে বললেন। আগামিকাল ফাইল দিবেন আমার হাতে।
এই ফাঁকে মুয়াজ্জম স্যারকে একটি বিশাল ধন্যবাদ জানিয়ে রাখতে চাই। তিনি আমাকে সুযোগ না দিলে আমার এত তাড়াতাড়ি মুভ করা হত না। তাঁর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ।
আজকের মুভ করার বিষয়টি সর্বমোট ৫জনকে মানুষকে অবহিত করেছি। আব্বু, মোহনা, ফারিয়া, কামাল ও মনির। মোহনা অভিনন্দন জানালো। ফারিয়াও বেশ খুশি হল। আর আব্বু বেশ উৎসাহ দিলেন, নানা পরামর্শ দিলেন।
©somewhere in net ltd.