![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বার্থপর মানুষ
১৭ আগস্ট ২০১৩ শনিবার রাত্র ১১:১১ ময়ূর ভিলা মোহাম্মদপুর ঢাকা -১২০৭
ইচ্ছে করেই অনেকদিন যাবৎ লিখিনা। লেখার এত্ত বিষয় রয়ে গেছে যে সবকিছু বিস্তারিত লেখাও বেশ সময়সাপেক্ষ এবং ধৈর্য্যের বিষয়! আজ অনেকদিন পর লিখতে বসলাম। যদিও আজকে লেখার উপযুক্ত সময় না। আগামিকাল আমার ব্রিটিশ কাউন্সিলে ওয়ার্কশপ আছে। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে সাড়ে ৪টায় শেষ হবে। তাছাড়া আগামি ২৪ আগস্ট আইইএলটিএস পরীক্ষা। তবে দু-তিন দিনের মধ্যেই স্পিকিং টেস্ট হবে।
১. বিয়ের পর মোহনার সাথে প্রথম দেখা
বিয়ের পর আজকেই মোহনার সাথে প্রথম দেখা হল। নবনিযুক্ত চেম্বার থেকে কাজ শেষে ক্যাম্পাসে এসেছিল সন্ধ্যায়। টিএসসিতে আমরা মানে মনির, শাওন, আজাদ, প্রিন্স ও আমি ছিলাম। আধঘন্টার মত আড্ডা দিয়ে মোহনার সাথে রিকশাতে মোহাম্মদপুরে এলাম। ওর দাম্পত্য জীবনের নানা গল্প শুনলাম।
মিঠু ভাই ঈদটা মোহনাদের বাসায় করেছেন। তারপর মোহনা তার সাথে বগুড়া গিয়ে থাকল বেশ ক'টা দিন। গতকাল ঢাকায় ফিরেছে ওরা; আমার জন্য বগুড়ার দধি নিয়ে এসেছে। ওরাই বাসায় এসে দই দিয়ে গেছে জাফরের কাছে। আমি বাসায় ছিলাম না।
২. তামান্নার সাথে সাক্ষাৎ
অনেকদিন পর তামান্নার সাথে আজ দেখা হল। বেশ খানিকক্ষণ কথাও হল। একদমই অপ্রত্যাশিত একটি সংবাদ দিলো সে। তার এনগেজমেন্ট হয়ে গেছে। ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে পড়েছে। বিসিএস ক্যাডার, ঢাকাতেই কর্মরত। বাসার সবাই ছেলেকে বেশ পছন্দ করেছে। অবশ্য ওর নিজের কেমন লেগেছে, সেটা জানায়নি। বিয়ের তারিখ এখনো ঠিক হয়নি।
যদিও ওর বলার ভঙ্গি দেখেই কেন যেন মনে হচ্ছিল, ওর কথাগুলো সত্য নয়, মিথ্যে। কিন্তু সত্য হলেই ভালো হয়। ওর বিয়ে হওয়া প্রয়োজন। ওর বাসাও চাচ্ছে। তাছাড়া ওর বাবার বেশ বয়স হয়েছে।
আমাকে মোবাইলে কি যেন দেখাতে চেয়েছিল! কিন্তু শেষ পর্যন্ত দেখায়নি এই অজুহাতে যে, মোবাইল কাজ করছে না!
৩. প্রিন্স-ইশুর প্রথম বিবাহবার্ষিকী
আজ প্রিন্স-ইশুর প্রথম বিবাহবার্ষিকী। বসুন্ধরা সিটির ক্যাপ্রিকর্নে খুব স্বল্প পরিসরে উদযাপন করলাম। কেক কাটা হল। আমার এই চরম অর্থনৈতিক সংকটের সময়ও সাড়ে পাঁচশ টাকা দিয়ে কেক কিনলাম আমি। প্রিন্স ও ইশু আমাদের অর্থাৎ মনির, শাওন, আজাদ এবং আমাকে খাওয়ালো।
সাধারণত কোনো বন্ধুর এককভাবে বিয়ের সিদ্ধান্তে আমি কখনো একমত হইনি। বরং কেউ বিয়ে করতে উদ্যত হলে ঠেকিয়েছি। শুধু এই একটি বিয়ে আমি নিজে উপস্থিত থেকে এবং নিজের ইচ্ছেতে করিয়েছি। সব সময় ওদের জন্য শুভ কামনা থাকবে আমার মনের গভীর থেকে।
৪. ভারত থেকে আব্বু-ভাইয়ার প্রত্যাবর্তন
ঈদের পরই আব্বু আর ভাইয়া ভারত চলে গিয়েছিলেন। উদ্দেশ্য যিশু ভাইয়াকে ডাক্তার দেখানো। আগেরবার ভ্যালোরে ডাক্তার দেখালেও এবার কলকাতাতে ডাক্তার দেখিয়েই ফিরে এসেছেন আব্বু। আজ সকালে বাসায় এসেছেন। আর আম্মু তো ঈদের দু'দিন পরই বরগুনা চলে গেছেন। মিম গতকাল ময়মনসিংহ চলে গেল।
এছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে লিখব। নিচে শুধু বিষয়বস্তুগুলো লিখে রাখছি ভবিষ্যতের জন্য।
১. ঈদ উদযাপন
২. আম্মাকে প্রচন্ড কষ্ট দেয়া
৩. যিশু ভাইয়ার নিরুদ্দেশ হয়ে যাওয়া
৪. কাছের বন্ধুদের ভিন্নরূপে আবিষ্কার
৫. জুডিশিয়ারি এবং আইইএলটিএস পরীক্ষা
এছাড়াও আরো অনেক ঘটনা।
শেষ করব একটি প্রচন্ড হতবুদ্ধিকর খবর দিয়ে।
১৬ বছর বয়সী ঐশী নামক এক ইয়াবাসক্ত মেয়ে নিজের বন্ধুদের নিয়ে বাবা-মা'কে হত্যা করে বাথরুমে ফেলে রেখেছে! আমি হতভম্ব!
©somewhere in net ltd.