![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বার্থপর মানুষ
২৪ অক্টোবর ২০১৩ বৃহস্পতিবার বিকেল ৪:৩০ এয়ারটেল অফিস পিঙ্কসিটি গুলশান-২ ঢাকা
১.
"মান্না দে" অথবা "প্রবোধ চন্দ্র দে" (১ মে, ১৯১৯ – ২৪ অক্টোবর, ২০১৩)- [৯৪ বছর]। একজন কিংবদন্তী। সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। পৃথিবী থেকে চিরপ্রস্থান করেছেন আজ ভোররাত্র ৪টার দিকে। দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন। বয়সও হয়েছিল বেশ। তবে বার্ধক্য তাঁর গানের সাধনায় কখনো চিড় ধরাতে পারেনি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সংগীতের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন।
আজকালকার দিনে আমাদের মত নতুন প্রজন্ম আধুনিক গান কমই শোনে। কিন্তু আমার ধারণা মান্না দে'র গান শোনেনি এমন তরুণ পাওয়া দুষ্কর। তাঁর প্রতিটি গান স্বতন্ত্র, হৃদয়ছোঁয়া। অসংখ্য জনপ্রিয় গান তিনি আমাদের উপহার দিয়েছেন। সম্ভবত তাঁর সবচেয়ে জনপ্রিয় গান 'কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই'। গানটি প্রতিটি মানুষকে নস্টালজিক করে দেয়। শুধু এই গানটির উপর নির্ভর করে বাংলাদেশে একটি ধারবাহিক নাটকও নির্মিত হয়েছে। নাটকটির নির্মাণও অসম্ভব ভালো হয়েছে। আমার জানামতে, শুধু গানের উপর নির্ভর করে আর কোনো নাটক নির্মিত হয়নি। বোধকরি ভবিষ্যতে এই গানটির উপর ফিল্মও নির্মিত হবে।
মান্না দে'র কতগুলো জনপ্রিয় গান হল-
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই...
খুব জানতে.. ইচ্ছে করে...
যদি কাগজে লেখো নাম...
যদি কাগজে লেখো নাম...
ক'ফোটা চোখের জল...
জানি... তোমার প্রেমের যোগ্য আমিতো নই...
দীপ ছিলো... শিখা ছিলো... শুধু তুমি ছিলে না বলে...
শাওন রাতে যদি... স্মরণে আসে মোরে...
এরকম আরো অনেক গান।
২.
আজ ঘুম থেকে উঠেছি খুব সকালে। গতকাল আব্বু, শাহ আলম কাকা, জাহাঙ্গীর কাকা, মিম ও লিন ঢাকা এসেছেন। মিম আজ চলে গেল ২টার দিকে; ময়মনসিংহ ক্যাডেটের বাসে। আগামিকাল সকালে জাহাঙ্গীর কাকা যাবেন থাইল্যান্ডে; লিন আর শাহ আলম কাকা বিকেলে যাবেন সম্ভবত। সকালে শাহ আলম কাকার কাছেই মান্না দে'র মৃত্যুসংবাদটি প্রথম শুনলাম। বৈশাখী চ্যানেলে ব্রেকিং নিউজ দেখাচ্ছিল। সংবাদটি স্বাভাবিকই মনে হয়েছিল; কেননা, তাঁর মৃত্যু সংবাদ আসতে পারে, এরকম একটা মানসিকতা আমার ছিল যেহেতু তিনি দীর্ঘদিন যাবৎ শয্যাশায়ী। তবে সংবাদটি শোনার পর মনটা বিষাদাচ্ছন্ন হয়ে গিয়েছিল এটা ভেবে যে, সঙ্গীতাঙ্গণের এক উজ্জ্বল নক্ষত্রের চিরপ্রস্থান হল।
৩.
তামান্নার কর্মকাণ্ডে আমি বিরক্ত! এসব ওর কাছ থেকে প্রত্যাশা করিনি। সে যে-সব কাণ্ড করছে, তা একদমই অনাকাঙ্ক্ষিত। জাহাঙ্গীর কাকা আসার পর অনেক কাহিনী ঘটে গেল। এতকিছু লিখতেও বিরক্ত লাগছে।
আজ আব্বু হঠাৎ করে আমাকে তামান্নার ব্যাপারে জিজ্ঞেস করলেন। আগেও জিজ্ঞেস করেছিলেন বিয়ের ব্যাপারে। স্পষ্টভাবে 'না' বলে দিয়েছি। এটা সত্যি যে, এক সময় মেয়েটিকে পছন্দ করতাম; কিন্তু সেটা ওর সম্পর্কে ভালো করে না-জেনেই। পরবর্তীতে ওর কর্মকাণ্ডে রীতিমত বিরক্ত; ভীষণ বিরক্ত! তবে আজ আব্বু যেটা বললেন, সেটা নিয়ে কিছুটা দুশ্চিন্তাগ্রস্থ। জাহাঙ্গীর কাকা নাকি আব্বুকে বলেছেন, আমাকে না পেলে তামান্না সুইসাইড করবে!
এটা আমার বিশ্বাস হয়না। এরকম করার মত মেয়ে তামান্না নয়। কিন্তু তারপরও কেন যেন খটকা লাগছে! যদি এরকম কিছু করে বসে! তাহলে?! তখন তো চরম বাজে একটা অবস্থা তৈরি হবে! মেয়েটির জীবন কি আসলেই থমকে যাবে?!
জানি নাহ! সবই স্রষ্টা ভালো জানেন। শুধু এটুকু বলব, স্রষ্টা যা করেন, ভালোর জন্যই করেন; যা করবেন, মঙ্গলের জন্যই করবেন। এটুকু সান্ত্বনা দেয়া ছাড়া কিছু বলার নেই নিজেকে।
©somewhere in net ltd.