![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বার্থপর মানুষ
১০ ডিসেম্বর ২০১৪ শুক্রবার রাত্র ১১:২৩ ময়ূর ভিলা মোহাম্মদপুর ঢাকা-১২০৭
প্রিয় মৃন্ময়ী,
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। তাই ১০ জানুয়ারি 'স্বদেশ প্রত্যাবর্তন দিবস' হিসেবে পালন করা হয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব অপরিসীম। স্বাধীন বাংলাদেশের স্থায়ী ভিত্তি সৃষ্টি করেন বঙ্গবন্ধুই। তিনি যদি না ফিরতেন, কিংবা পাকিস্তানি জান্তারা যদি তাঁকে ফাঁসি দিতেন, বাংলাদেশের অর্জিত স্বাধীনতা কতটা রক্ষিত হত, তা নিয়ে ভীষণ সন্দিহান আমি। ব্যক্তি বঙ্গবন্ধুর প্রতি রয়েছে আমার প্রগাঢ় শ্রদ্ধা, ভালোবাসা।
আমাদের একটি দুর্ভাগ্য হল আমাদের দেশে কোনো রাজনৈতিক সরকার কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব্যকে নিয়ে বস্তুনিষ্ঠ বিশ্লেষণী বই লেখা হয়না। যারা বই প্রকাশ করেন, তারা কোনো একটি সুনির্দিষ্ট রাজনৈতিক সরকার বা ব্যক্তির প্রতি অতি ভাবাবেগে আচ্ছন্ন থাকেন। যার কারণে যখনি কোনো বই লেখেন, তখন ভাবাবেগের লাগাম টেনে ধরতে পারেন না; ব্যাপকভাবে প্রভাবিত হন। তবে ব্যতিক্রম সম্ভবত ব্যারিস্টার মওদুদ আহমেদ। কবি জসীম উদ্ দীনের জামাই স্বাধীনতার পর বিশেষ করে পচাঁত্তরের পর থেকেই বাংলাদেশের রাজনীতির মাঠে একজন আলোচিত-সমালোচিত ব্যক্তিত্ব। কেবল জামায়াত বাদে অন্যান্য বড় তিনটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টিতে, সময়ের ব্যবধানে প্রভাবশালী ভূমিকা রেখেছেন, রাখছেন। তিনি বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে একটি বস্তুনিষ্ঠ বই লিখেছেন ইংরেজিতে- 'বাংলাদেশ: ইরা অব শেখ মুজিবুর রহমান'। বইটির সমাপ্তিতে তিনি লিখেছেন-
'শেখ মুজিবের সংস্কারমূলক কর্মসূচিসমূহ, তাঁর সকল প্রশাসনিক সফলতা ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা, সমালোচনা করার পরও একটা সত্য ভাস্বর হয়ে থাকবে যে, তিনি পাকিস্তান থেকে ফিরে এসে একটি জাতিকে চিরদিনের জন্য গোলামির শৃঙ্খলে আবদ্ধ হওয়ার আশঙ্কা থেকে মুক্ত করেছিলেন। পাকিস্তানি কারাগারে নিহত হলে তিনি হয়তো শহীদ হয়ে অবিস্মরণীয় হতেন, কিন্তু বাংলাদেশে ঘটত চরম অরাজকতা ও হানাহানি। খণ্ড-বিখণ্ডিত হতো দেশটি। এ সত্যটিও মনে রাখতে হবে, উন্নয়নশীল দেশসমূহে অনেক জনপ্রিয় নেতাই ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি। শেখ মুজিবের নামে স্বাধীনতাযুদ্ধ হয়েছে, তিনি দেশ শাসনের দায়িত্ব নিয়ে সেই স্বাধীনতাকে বিপদমুক্ত করেছিলেন। অন্য কারও পক্ষে এই দুরূহ কাজটি করা সম্ভবত হতো না। তিনি দেশে ফিরে নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন, কিন্তু দেশকে একটি মুক্ত ও স্বাধীন বাংলাদেশ রেখে গেছেন।'
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৪
রাকু হাসান বলেছেন: আমি বঙ্গবন্ধু কে নিয়ে এমন বস্তুনিষ্ট বই খুঁজছিলাম । পেয়েও গেলাম ,প্রিয় সামুর একজন অামার জন্যই যেন ব্লগটি রেখে গেছে ।
কৃতজ্ঞতা প্রকাশ করছি ।