![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বার্থপর মানুষ
২ মার্চ ২০১৪ রবিবার বিকেল ৫:৪৫ এয়ারটেল অফিস পিঙ্কসিটি গুলশান- ২ ঢাকা
প্রিয় মৃন্ময়ী,
ভালো লাগছে না। মাথাটা বেশ ভার লাগছে। অফিসের সহকর্মীদের সাথে ডাইনিং রুমে ক্রিকেট খেলা দেখছিলাম এতক্ষণ। আমাদের সাথে নোবেলও ছিলেন বেশ কিছু সময়। ভারত-পাকিস্তান খেলা চলছে। দেশ দুটির খেলা মানেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা, তুমুল উত্তেজনা। তবে একটি বিষয় আমার কাছে দৃষ্টিকটু লাগে। ঢাকার এক শ্রেণির দর্শক কেন ভারত-পাকিস্তানের পতাকা নিয়ে এবং শরীরে রং মেখে স্টেডিয়ামে উপস্থিত হবেন? তাদের লাফালাফি দেখলে মনে হয় তারা পাকিস্তানিদের চেয়েও বেশি পাকিস্তানি, ভারতিয়দের চেয়েও বেশি ভারতিয়। অবশ্য অন্য দৃষ্টিকোণ থেকেও বিষয়টিকে দেখার অবকাশ আছে। বাংলাদেশের মানুষ উদার। যার কারণে যার-যে দল ভালো লাগে, সেই দল অকুন্ঠচিত্তে সমর্থন জানায়। সেক্ষেত্রে ভারত আমাদের কী ক্ষতি করল, আর পাকিস্তান আমাদের পাখির মত হত্যা করল একাত্তরে, সেসব তাদের বিবেচনায় থাকে না! ভুলে যান! হাহ!
২.
আমার অন্যতম একটি প্রিয় পত্রিকা 'দ্য ডেইলি স্টার'। ওদের ফেসবুক পেজে উদ্ধৃতি পড়েছিলাম। নিচে লিখে রাখছি।
"You are capable of more than you know. Choose a goal that seems right for you and strive to be the best, however hard the path. Aim high. Behave honorably. Prepare to be alone at times, and to endure failure. Persist! The world needs all you can give." -E. O. Wilson
খুবই পছন্দ হয়েছে উদ্ধৃতিটি। আমি সম্ভবত আমার লক্ষ্যটাই নির্ধারণ করতে পারছি না। আমি চূড়ান্তভাবে কী হতে চাই? আমি একজন খ্যাতনামা আইনজীবী এবং চলচ্চিত্রকার হতে চাই। এছাড়া ব্যবসার প্রতিও আমার ঝোঁক আছে। জানি না এগুলো শুধু অধরা স্বপ্নই থেকে যাবে, নাকি অতৃপ্তি আমাকে তাড়িয়ে বেড়াবে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য? আমি কি পারব নিজেকে জয় করতে? নিজের আলস্যকে পরিত্যাগ করে স্বপ্নকে তাড়িয়ে বেড়াতে? আমি কি পারব আমার সামর্থ্যের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে? সেই সাধ্য কি আমার আছে? সবচেয়ে বড় কথা সেই ইচ্ছে কি আছে আমার? আমি কি সেই তাড়না অনুভব করি?! অবস্থাদৃষ্টে মনে হচ্ছে মনে করি না! বরং অকাজের বিভিন্ন বিষয় নিয়ে আচ্ছন্ন থাকি।
৩.
আমার অনেক সীমাবদ্ধতা আছে। আমি নিজেই সেগুলো অনুধাবন করতে পারি। মোহনা আর ইমরানও আমার অনেক সমস্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কিন্তু সমস্যা হল সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে আমার কোনো প্রচেষ্টা নেই। মোহনা একটি কথা প্রায়ই বলে। আমি সমস্যা সমাধান করার চেষ্টা করি না; বরং সমস্যার মধ্যে সমস্যার সমাধান খুঁজে বেড়াই। ফলাফলস্বরূপ সমস্যা বাড়ে বৈ কমে না। সমালোচনাটি সম্ভবত সত্য। একটি ভুল হয়ে গেলে সেটা মুহূর্তেই স্বীকার করাই উত্তমপন্থা। ভুলটাকে লুকাতে গিয়ে একের পর এক মিথ্যে বলা বা অন্য কোনো পদক্ষেপ নেয়া আরো বড় ভুল। এতে সমস্যা দিনদিন বাড়ে।
[বাকি অংশ বাসায় গিয়ে লিখব। এখন লিখতে ইচ্ছে করছে না। কেমন অসুস্থবোধ হচ্ছে!]
©somewhere in net ltd.