![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বার্থপর মানুষ
৩ মার্চ ২০১৪ সোমবার দুপুর ১২:০৭ এয়ারটেল অফিস পিঙ্কসিটি গুলশান- ২ ঢাকা
প্রিয় মৃন্ময়ী,
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ সাড়ে দশটার দিকে পাসপোর্ট হাতে পেলাম। কানাডার ভিসা পেয়েছি। ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত। ভিসা ইশু হয়েছে ২২ ফেব্রুয়ারি ২০১৪।
বাবা-মায়ের আশির্বাদ অনেক বড় একটি বিষয়। বাবা-মা'র দোয়ার জন্যই আজ ভিসা পেলাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে এলএল.এম.-এ ভর্তির আবেদন থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপে আমার বাবা পাশে ছিলেন বলেই মহান স্রষ্টার সদয় কৃপা পেয়েছি এবং সফল হয়েছি।
লেখার অনেক কিছু আছে। এবং লিখব। এখন বেশ উত্তেজনা কাজ করছে মনের ভিতরে। স্বাভাবিকভাবে লিখতে পারছি না।
মহান স্রষ্টার কাছে আন্তরিক শুকরিয়া। এখন ঠিকভাবে কানাডা ঢুকতে পারলে হয়!
২.
[গতকাল আর লেখা হয়নি। আজ আবার নিচ থেকে লেখা শুরু করছি।]
গতকাল পাসপোর্ট নিতে গুলশানের ভিএফএস-এ যাবার সময় কাউকেই জানাইনি। হঠাৎ করে শাহ আলম কাকা লাইনে মেসেজ দিয়ে ভিসা সম্পর্কে জিজ্ঞেস করলে শুধু তাঁকে জানাই।
পাসপোর্ট হাতে পেয়েই প্রথমে সংবাদটি জানালাম ভিএফএস-এ সদ্য পরিচিত হওয়া এক ব্যক্তিকে। তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ার, কানাডার নাগরিক। তার নামটিও জানা হয়নি।
ভিএফস থেকে বের হয়ে প্রথমেই আব্বুকে কয়েকবার ফোন দিলাম। তিনি ফোন ধরেননি। সম্ভবত এজলাশে ছিলেন। তারপর আম্মুকে ফোনে জানালাম। তিনি ভীষণ খুশি হলেন। শাহ আলম কাকাকে লাইনে মেসেজ দিয়ে জানালাম। জাহাঙ্গীর কাকাকে ফোন দিলাম। দুবার কল করার পরও ধরলেন না। পরে পারভীন কাকীকে ফোন দিলাম। তখন জাহাঙ্গীর কাকা ধরলেন। তিনি ঘুমুচ্ছিলেন। তিনি বিশেষ কিছু বললেন না; শুধু শাহ আলম কাকাকে আর বাসায় জানাতে বললেন। লিনও পরে লাইনে অভিনন্দন জানালো।
প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম বন্ধুদের কাউকে জানাবে না। পরে সর্বপ্রথম ফারিয়াকে জানাই ভাইবারে মেসেজ করে। গতকাল দুপুরে ইমরানকেও জানাই। জাফরকে জানালাম বাসায় গিয়ে। ফারিয়া ও জাফর- দুজনেই ভীষণ খুশি হলো। জাফর তো একদম জড়িয়ে ধরে গালে চুমু বসিয়ে দিলো।
মোহনাকে জানাতে চাইনি। চেয়েছিলাম ওকে না জানিয়ে দেশ ত্যাগ করব। কারণ মোহনার সাথে আমার যে সম্পর্ক, তাতে আমি দেশে থাকি বা বিদেশে থাকি, তাতে ওর খুব একটা যায়-আসার কথা না। তারপরও নিজেকে সম্বোরণ করতে পারিনি। আজ ফেসবুক ইনবক্সে জানিয়ে দিলাম। মোহনা অভিনন্দন জানালো। সেও বেশ খুশি।
৩.
আমি মানত করেছিলাম ভিসা পেলে ৩০০ রাকাআত নফল নামায আদায় করব এবং তিন হাজার টাকা গরিব মানুষদের দিবো। নামায গতকাল আদায় করা শুরু করেছি। তবে বুঝতে পারছি ৩০০ রাকাআত নামায় আদায় করতে বেশ কিছুদিন সময় লাগবে। টাকা এখনো দেইনি। আজ বেতন পেয়ে দিবো। এর আগেও ইয়র্কে অ্যাডমিশন নেয়ার ক্ষেত্রে আমি ২ হাজার টাকা মানত করেছিলাম। অ্যাডমিশন পাবার পর মডেল কলেজের এক ক্যান্সারাক্রান্ত ছোটো ভাইকে টাকা দান করি।
৪.
জানি না কবে কানাডা যেতে পারব! টেকনিক্যাল সমস্যা আছে। ২০১৪ সালে জানুয়ারি সেশনে আমি ভর্তি হয়েছিলাম। কিন্তু ভিসা দিতে পাক্কা ৪মাস লাগায়। যার কারণে সেপ্টেম্বর সেশনে আমাকে ভর্তি করা হয়। নতুন অফার লেটার দেয়া হয়। আমি সেগুলো জমাও দেই সিঙ্গাপুর ভিসা অফিসে। মূলত নতুন অফার লেটার অনুযায়ী আমার ভিসা প্রদান করা হয়। আমার ক্লাশ শুরু হবে আগামি সেপ্টেম্বর মাসে। প্রশ্ন হল আমাকে এখন কানাডা ঢুকতে দেয়া হবে কিনা? আমার অ্যাজেন্সি বলছে এখনি যেতে পারব। আর গ্রুপের কিছু সদস্যরা বলছেন যেতে পারব না। কনফিউজ্ড!
©somewhere in net ltd.