নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চক্ষে আমার তৃষ্ণা

না বলা কথা... [বি:দ্র: এই ব্লগটি কাউকে না পড়ার জন্য অনুরোধ করিছ। এটি একান্তই ব্যক্তিগত ব্লগ। ধন্যবাদ। ]

পপকর্ণ

স্বার্থপর মানুষ

পপকর্ণ › বিস্তারিত পোস্টঃ

ওহে, তুমি কোন বাঙালি ভাই?

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৯

২৮ অগাস্ট ২০১৪ বৃহস্পতিবার দুপুর ৩:১৭ ওজগুড ক্যাম্পাস, ইটন সেন্টার, টরন্টো



আমার পাশে সবাই কনভারসেশনে ব্যস্ত। ও হ্যাঁ, আমি ক্লাশে বসে ব্লগ লিখতে বসছি। এখন ব্রেক চলছে। সবাই কফি খাচ্ছে, ফ্রুটস খাচ্ছে; আড্ডা দিচ্ছে, হো হো করে হাসছে! আমার পাশেই চারজন জমিয়ে আড্ডা দিচ্ছে। আর আমি কী করছি? ব্লগ লিখছি! কেন? কারণ, আমি টকেটিভ না! এমনিতেই আমার ইংরেজি 'অতি দুর্বল'! ফ্লুয়েন্সি আনার জন্য প্রচুর কথা বলা প্রয়োজন। কিন্তু আমি তো বাংলাতেই কথা বলার বিষয় খুঁজে পাই না। ইংরেজিতে কি বলব! আমাদের গ্রুপে (ক্লাশ ডিসকাশনের জন্য চারটি গ্রুপ করা হয়েছে) তিনজন চরম মাত্রায় টকেটিভ; বিশেষ করে একজন মধ্যবয়স্ক মহিলা; পেশায় ট্যাক্স কনসালট্যান্ট। ওকে আমি যতই দেখি, অবাক হয়ে যাই! সে নন-স্টপ কথা বলে! কথা বলার এত টপিক কোথায় পায় কে জানে! এরা খুব সাধারণ ব্যাপারেও হো হো করে হাসে! নানা ধরনের মুখভঙ্গি করে! আমি এই পরিবেশে যে বড্ড বেমানান! মনে হয় আমি গভীর সমুদ্রের ধরা-ছোঁয়ার বাইরের কোনো প্রাণী যাকে ডাঙায় একঝাঁক প্রাণীর সাথে তালমিলিয়ে চলার জন্য পাঠানো হয়েছে!



যাই হোক, ক্লাশ শুরু হয়ে গেছে। বাকিটুকু পরে লিখব।



(২৪ এপ্রিল ২০১৫ শুক্রবার)



সেদিন ওয়াশরুমে গিয়ে শুনি যে, ওপাশের ওয়ারশরুমে একজন বাঙালি কথা বলছে। কিন্তু আজো জানতে পারিনি সেই মানুষটা কে! ক্লাশ থাকায় প্রাকৃতিক কর্ম সেরেই আমি ক্লাশে চলে যাই। মূলত সেই ঘটনা নিয়ে এই লেখাটির শিরোনাম করা হয়েছিল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.