![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে বর্তমানে যে অস্থির অবস্থা বিরাজ করছে তা এক কথায় ভয়ংকর !! কোন পথে হাঁটছে আমার স্বদেশ? কোন পথে যাচ্ছে আলো নাকি আঁধারের দিকে??
৪৭,৫২,৬৯,৭১,৭৫,৮১,৯০,০৬ এবং বর্তমান ২০১৩ইং, পর্যন্ত রক্ত কমতো ঝড়েনি!! এতো রক্ত দিয়ে ধুঁয়েও পবিত্র করা গেলনা আমার "দেশ মাতা'কে"??
আমার বাবা'র মতো অসংখ্য বাবা,ভাই,মা-বোন'র রক্ত ঝড়েছে শহীদ হয়েছে ত্রিশ লক্ষ মানুষ, এতো কিছু হারিয়ে "একটি দেশ,পতাকা এবং একটি মানচিত্র" আমাদের দিয়েছিলেন এটা কি সেই রক্তে কেনা 'সোনার বাংলাদেশ"??
কার কাছে জবাব চাইবো, যারা গত চার যুগ ধরে ক্ষমতার মোহে অন্ধ তাদের কাছে?? নাকি যারা চার দশক ধরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ব্যাবসা করছেন বা যারা বাংলা মা'কে নিয়ে টানাটানি করছে এই বলে যে"দেশটা আমার বাবা'র সম্পত্তি আর অন্যজন বলছে দেশটা আমার স্বামী'র সম্পত্তি" তাদের কাছে?? এরা ক্ষমতায় বসলেই দাবি করে বসে 'স্বাধীনতা,মুক্তিযুদ্ধ এবং এই দেশের একমাত্র ইজারাদার আমরা', কি জবাব দিবে এসব রাজনিতীজিবী/স্বাধীনতা'র ব্যাবসায়ী গং!!
আমাদের ২টা প্রধান রাজনৈতিক দলের নৈতিকতা নিয়েই বিশাল বড় একটা প্রশ্নবোধক ? চিন্হ রয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য এরা হেন কিছু নাই যা করতে পারে না। রাজাকার প্রধান জারজ গোআজমের পা ছুঁয়ে কদমবুচি করা থেকে পাশাপাশি বসে সমাবেশ,মিছিল মিটিং সব কিছুই জায়েজ ক্ষমতায় যাওয়ার জন্য। এটা দুটি প্রধান দলের ক্ষেত্রেই সমান ভাবে প্রযোয্য, যার উদাহরন অতিত এবং বর্তমান সময়ে অনেক রয়েছে।
বাংলাদেশের যতগুলো দল আছে তা ডান,বাম,ইসলামি দল বা পাকি জারজ দালাল রাজাকার জামায়াত যাই হোক না কেন সবার মুলনীতি বা দর্শন ঐ এক আর তাহলো "মসনদ"!!!
এসব দু'মুখো সাপ কোন দেশ ও জাতির জন্যই মঙ্গল জনক নয়। জারজ দালাল রাজাকারদের বিচার দেশপ্রেমিক সব বাংলাদেশিই কামনা করে, তবে শুধু জামায়াত নয় বিএনপি,আওয়ামীলিগের ঘরেও যারা বহাল তবিয়তে আছেন সেসব রাজাকারকে চিন্হিত করে বিচারের আওতায় আনতে হবে, তা না হলে যুদ্ধঅপরাধী বিচারের মধ্যেও প্রশ্নবোধক চিন্হ রয়েই যাবে।
পরিশেষে বলবো যে সব কিছুর আগে পরিবর্তন করতে হবে রাজনৈতিক দলগুলোর নিতী। দ্বৈতনিতী কখোনই মঙ্গল বয়ে আনেনা তা বিশ্বস করতে হবে। শুধু ক্ষমতা পাওয়ার জন্য বিতর্কিত কোন দল বা গোষ্টির সাথে আতাত করা আর পরবর্তিতে খোলস পাল্টে ভিন্ন ইস্যু তৈরী করা এই ডিজিটাল সময়ে যুক্তিযুক্ত নয়। অপরাধী সবসময় অপরাধী সে সরকারী বা বিরোধী দলের, যে দলের হোক না কেনো।
দেশের দেশপ্রেমিক সব দলের উচিত "রাজাকার দালাল জামায়াতকে" বর্জন করা। যদি জোট গঠন করতে হয় করুন তবে দয়াকরে জামায়াতকে সাথে নিয়ে জোট করবেন না।
আরেকটা দল হলো "বাম দল" !! এদের আদর্শ বিলিন হয়েছে বহু বছর আগেই। বর্তমানে বামপন্থী নামধারী দল গুলোকে বামপন্থী না বলে বলা উচিত "আঁচল পন্থী"! বাম আদর্শ মুখে বললেও বাস্তবে এরা ডানপন্থীদের চেয়েও এককাঠি উপরে অবস্থান করছে তা দু'এক জনের কথা শুনেলেই বোঝা যায়। আর কিঞ্চিত ক্ষমতা হাতে পেলে এরা যে ধরাকে সরাজ্ঞান এর উদাহরন বর্তমানেই বিরাজমান................
জামায়াত একটা বিঁষধর ও ভয়ংকর সাপ আর কিছু বামপন্থীও এরচেয়ে কম নয় । সাপকে আপনি যতোই দুধ-কলা খাইয়ে পোষ মানাতে চান না কেনো, সুযোগ পেলেই সাপ আপনাকে ছোবল দিতে ১ সেকেন্ড দেরি করবে না।
সুতারং সাধু সাবধান.......................
দয়াকরে আমাকে ভুল বুঝবেন না, আমার ক্ষুদ্র মাথার প্যাঁচাল মাত্র...................
©somewhere in net ltd.