নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ, শুধু স্বপ্ন দেখি...

মতিউর রহমান মিঠু

স্বপ্ন দেখতে ভালবাসি তাই আমি স্বপ্নবাজ

মতিউর রহমান মিঠু › বিস্তারিত পোস্টঃ

নাই কাজ তো খই ভাঁজ, প্রবাদটা পাল্টানো যায় কি??????

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩



সেই জ্ঞান হবার পর থেকে বইয়ে পড়ছি এবং গুরুজনদের মুখে শুনছি। যেভাবে বলতো বা এ প্রবাদের অর্থ যা দাড়ায় তা পজেটিভ না নেগেটিভ, বাঙালীর "নাই কাজ তো খই বাজ "মানে পরচর্চা করা। মানে হাতে কাজ নাই কিন্তু কিছু না কিছুতো করতে হবে! তখন কি করি অমুক,তমুক ভালো,খারাপ এসব হাবিজাবি নিয়ে শুরু হয় মহা প্যাঁচাল যার কোন মানে নাই। রহিম ভাল না, করিম খারাপ না,মালেকতো জীবনে নামাজই পড়েনা,পশ্চিম দিকে আছাড় খাইয়াও পরেনা ইত্যাদি ইত্যাদি, কিন্তু নিজের ঘরে কি ঘটছে তা হয়তো নিজেই জানেনা................গ্রামের দিকে এসব বেশি ঘটে থাকে.....



কিন্তু খই ভাঁজা ব্যাপারটা এখন গ্রাম থেকে শহরে এবং শহর থেকে ডিজিটাল ভার্চুয়াল জগতে বিচরন করছে।এখনতো ব্যাপারটা মহামারি আকার ধারন করছে।



যে ব্যাপারে লিখবো বলে এতো প্যাঁচাল পারলাম এখন সেটা নিয়ে ২/৪টা বাক্য বলি.........



বর্তমান এই ডিজিটাল সময়ে অনেক সোস্যাল সাইট রয়েছে এবং ব্লগতো আছেই। এসব সাইট বিশেষ করে বাংলা ব্লগে এই ব্যাপারটা ছড়াচ্ছে বিপদ জনক ভাবে। আস্তিক-নাস্তিক, ভাদা-পাদা, হিন্দু-মুসলিম, বিএনপি-আলীগ,জামাত-জাপা এসব নিয়ে যা চলছে তা নোংরামো ছারা আর কিছু না।

আরে ভাই তুমি নাস্তিক ঠিক আছে সমস্যা নাই,তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো কিন্তু অন্য কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার তোমাকে কে দিয়েছে? তোমার বিশ্বাসের সাথে কেউ যদি দ্বিমত পোষন করলে তাকে গালাগাল করা কতটা যুক্তিযুক্ত?? যার যা বিশ্বাস তাকে তেমন থাকতে দিলে তোমার সমস্যা কোথায়?? বরং এমন আচরনে মনে হয় তুমি না আস্তিক না নস্তিক! ২'টার কোনোটা হওয়ার যোগ্যতা নেই বন্ধু বরং এতে তোমার অজ্ঞতাই প্রকাশ পায়।

আগে জানতাম যে জ্ঞানী ও গুনী মানুষজন হয় বিনয়ী মানে ফলবান বৃক্ষ ফলভারে নুয়ে পরে, কিন্তু বর্তমানে আমাদের কতিপয় ব্লগার বন্ধু নিজের জ্ঞান জাহির করার জন্য বির্তকিত বিষয়গুলো নিয়ে মেতে থাকেন সারাক্ষন। এরা দু'কলম ব্লগ লিখেই নিজেকে মহাজ্ঞানী মনে করেন যেমন গাঁয়ে মানেনা আপনি মোড়ল। এবং কেউ যদি এদের বিপক্ষে কথা বলেন তাহলেই হলো...তীরের বেগে ছুটতে থাকে ভয়ংকর গালি যা বলাতো দুরের কথা শুনলেও লজ্জায় লাল হতে হয়। এবং এরাই বর্তমানে জনপ্রিয় ব্লগার.....!!



রাজাকারের বিচার আন্দোলনের সাথে আমিও আছি,একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার প্রানের দাবি সত্যিকার যতো যুদ্ধাপরাধী আছে তা আলীগ,বিএনপি যে দলেরই হোক তাকেও বিচারের আওতায় এনে বিচার করা হোক। এর আগে একটা পোষ্টে আমি সকল ব্লগারের কাছে বিনীত অনুরোধ করেছিলাম যে খেয়াল রাখবেন যেনো ক্রেডিট ছিনতাই না হয়। ক্রেডিট ছিনতাইয়ে আমাদের রাজনৈতিক দলগুলো মহা পটু সেটা কারো অজানা নয়। প্রথম ৪/৫ দিন ঠিকই ছিলো এরপর দেখলাম কি জাদুমন্ত্রে পুরো প্রেক্ষাপট পাল্টে গেলো এবং মঞ্চ চলে গেলো কোন একটা দলের হাতে!! যা কিনা গতকাল সামহ্যোয়ার ব্লগের প্রতিষ্ঠাতা জানা আপা নতুন বার্তার কাছেও বলেছেন।

তবে এ আন্দোলনে কারো কারো ব্যাক্তিগত লাভ ঠিকই হয়েছে!! কেউ কেউ প্রতিদিনই কোন না কোন tv'র টকশোতে নিয়মিত দেখা যাচ্ছে। এরা এখন রিতীমত সেলিব্রটি!!!!!!!!!! অনেকে সিডিউল দিতেই হিমসিম খাচ্ছেন....সে যাই হোক আমাদের আন্দোলন সফল হলেই আমরা খুশি। তবে tv টকশোতে সেলিব্রেটি ব্লগারের আচরন ঠিক ব্লগারশুলভ বা শালীন ছিলো না, লাইভ প্রোগ্রামে বসার স্টাইল পোষাক বা বক্তব্য প্রদানে শালীন ছিলেন না,অনেকের মতে তার আচরন ছিলেন উগ্র ও মাস্তান শুলভ আচরন যা কোন ভাবেই কাম্য নয়। আগামীতে এসব বিষয়ের দিকে নজর রাখবেন বলে আশা করি ........লেখার বিষয় থেকে আমি মনেহয় অন্যপথে চলে গেছি, এর জন্য দুঃখিত।

যাহোক এসব নোংরামোর কারনে পুরোনো অনেক ব্লগার যারা চমতকার লিখতেন এখন তারা ব্লগ ছেরে চলে গেছেন বা নিজেকে গুটিয়ে নিয়েছেন।

যাহোক, কে কোন দলের অনুসারি বা ধর্ম বিশ্বাস বিষয়গুলো নিয়ে আপত্তিকর লেখালেখি কি খুব জরুরী?? যার ধর্ম তাকে পালন করতে দিন, আর আপনার বিশ্বাস নিয়ে আপনি চলুন, কারো বিশ্বাসে আঘাত করার প্রয়োজনতো দেখছি না।

ঐ প্রবাদের মতো কাজ না থাকলে খই ভাজা এখন বন্ধ করে সমাজের অনেক সমস্যা রয়েছে সেগুলো নিয়ে দু'কলম লিখলে হয়তো সমাজের উপকার হবে এবং আপনিও পজেটিভ ভাবে সেলিব্রেটি হবেন। আর এভাবে যদি আপনি জনপ্রিয় হয়ে যান তাহলে কোন বির্তক হওয়ার প্রয়োজনই পরবে না। ভাল থাকবেন নিজ নিজ বিশ্বাস নিয়ে, কারো বিশ্বাসে আঘাত না করে।



*** দয়া করে কোন দলীয় ট্যাগ লাগাবেন না। কাউকে আঘাত করার জন্য এই পোষ্ট করিনি। বিনীত ভাবে বলছি আমি মুক্তিযোদ্ধার সন্তান, শিবির বা জামায়াত বলে গালি দিবেন না, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ .......................



.............................................................................................

২৫'ফেব্রুয়ারী-২০১৩ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.