![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ যুগের "আব্দুল গাফফার বা এম আর আক্তার মুকুল" একচন মিয়া ওরফে জহিরুল হক বাপি।যিনি নিজেকে নিজে এ যুগের মহা পন্ডিত ভাবেন এবং তার ধারনা সামুতে যতো লেখক আছে সবার মাথায় যতটুকু মগজ রয়েছে তার নিজের মাথায় তারচেয়েও ১ ছটাক মগজ বেশি আছে! তার জ্ঞান গভীর কলাম হলো "একচন মিয়ার পত্র" (তার মতের মিল না হলে মন্তব্যকারীকে ব্লক করেন আমি অধম একজন যার মন্তব্য করার অধীকার নাই)।
বাপি সাহেবের পোষ্ট লিংক: http://www.somewhereinblog.net/blog/zohirulhoquebapy/29908525
উনার জীবিকার একমাত্র উৎস হলো দালালী। নগ্ন দালালী বলতে যা বুঝায় মি.বাপি তাই। অন্যকে হেয় করতে তিনি বড়ই ওস্তাদ। মতের বিপক্ষে কেউ কথা বললে সে হয় জ্ঞানপাপি,ছাগু,ভাগু..আরো অনেক কিছু।
যদিও ব্যক্তিগত ভাবে তিনি আমার পরিচিত তবুও আমি তার পোষ্টে মন্তব্য করতে পারিনা। যদিও তার মহান পোষ্টগুলোতে "একচন মিয়ার পত্র" হাতে গোনা কয়েকটা মাত্র।
যিনি বা যারা মন্তব্য সহ্য করতে পারেনা তাদের জ্ঞান সম্মন্ধে একটা প্রশ্নবোধক চিন্হ থেকে যায় বলেই মনে করি।
কোন দলের সাপোর্ট করা অবশ্যই দোষের না, তবে একজন উচ্চ শিক্ষিত মানুষ যদি অন্ধ সমর্থক হয় তাহলে তার শিক্ষার উপর একটা কালো দাগ পরা অস্বাভাবিক নয়। ভালো কে ভালো আর কালোকে যারা কালো বলতে না জানে তারা আসলে কতোটুকু শিক্ষিত এবং জ্ঞানী তা বুঝতে আমার সমস্যা হচ্ছে।
যাকে তাকে জ্ঞানপাপি,ছাগু নামে ডাকতে মি.বাপি খুব পছন্দ করেন কিন্তু তিনি নিজে কোন বিশেষনের মধ্যে পরে সেটা বুঝেন কিনা জানিনা। আরেকটা ব্যাপার হলো মি.বাপি একজন কবি,নাট্যকার,গল্পকার এবং নির্মাতা, মানে শিল্পের ১৬ কলায় রয়েছে তার সমান পারদর্শিতা। এই একটা কারনেই তার অন্ধ সমর্থন মেনে নিতে কষ্ট হয় যে, এমন শৈল্পিক একজন মানুষ এমন অন্ধ দালাল হয় কি করে!! যাকে তাকে অসম্মান করে একজন শিক্ষিত মানুষ দিনের পর দিন কিভাবে লিখতে পারে!
যতোটুকু জানি ৭১ এর পরে তার জন্ম, যাকে তাকে ছাগু,ভাগু,রাজাকার নামে ট্যাগ দেয়ার অধিকার তিনি পেলেন কোথায়! ওনার মতের বিপক্ষে গেলেই সে হয়ে যায় রাজাকার!! ৭১ পরবর্তি প্রজন্ম রাজাকার কিভাবে হতে পারে জানিনা। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা কিন্তু তার দালালীর সাথে একমত না বলে আমিও রাজাকার ছাগু হয়ে গেছি এবং তার পোষ্টে মন্তব্য করার অধীকারও হারাইছি...
অবশ্য এখন বঙ্গবীর কাদের সিদ্দিকি, ড.কামাল সহ অনেক মুক্তিযোদ্ধাই রাজাকার আর ইঞ্জি:মোশারফ গং মহান মুক্তিযোদ্ধা!!
সত্যি সেলুকাস বড় বিচিত্র এই বাংলাদেশ.......
২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৫
মতিউর রহমান মিঠু বলেছেন: হুম..ভাই কলাবাগান১, এবার বুঝছি আর শিবির ও জামাত নিয়ে আমার কোন সন্দেহ নাই, জামাত রাজাকার তাতেও আমার সন্দেহ নাই। এখন বলেনতো বঙ্গবীর বা ড.কামাল কেন হঠাৎ রাজাকার হয়ে গেলো আর ইঞ্জি:মোশারফ বা তার বাবা মুক্তিযুদ্ধের চেতনাধারী হলো কোন মন্ত্রবলে? কোন একটি দলের মতের সাথে না মিললেই যে কেউ রাজাকার হয়ে যায় কোন মন্ত্রে??
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩৮
কলাবাগান১ বলেছেন: যারা বঙ্গবীর বা ড.কামাল কে রাজাকার বলে তারা জ্ঞানপাপী........।
কিন্তু যখন বঙ্গবীর নয়াদিগন্তে (রাজাকারদের পত্রিকায়) লিখেন তখন উনার সাথে যুদ্ধ করা মুক্তিযোদ্ধারা বড়ই কস্ট পান............
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬
মতিউর রহমান মিঠু বলেছেন: জ্ঞানপাপী...তাহলে কি আমাদের প্রধানমন্ত্রী সহ বেশি সংখ্যক মন্ত্রী জ্ঞানপাপী নয়? জ্ঞানপাপীদের রাজত্ব চলছে দেশে, ব্যাপারটা কেমন হয়ে গেলো বলেন? আর জীবিকার জন্য কে নয়াদিগন্তে আর কে জনকন্ঠে লিখলো সেটা মূখ্য বিষয় হবার কথা না।
নয়াদিগন্তে লিখলে যদি সমস্যা হয় তবে সরকারের বিভিন্ন কাজে ইসলামী ব্যাংক যে স্পন্সর করেন সেটাওতো অন্যায় বা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ, এটাকে কি যুক্তিযুক্ত বলা যায়?
আর বঙ্গবীর বা ড.কামাল কিন্তু লেখালেখির কারনে রাজাকার উপাদি পাননি, তার অনেক আগেই তাদেরকে রাজাকার উপাধী দেয়া হয়েছে যখন আলীগের সাথে তাদের মতের অমিল শুরু এবং লীগে থেকে বের হয়ে গেলো তখন থেকেই এরা রাজাকার নামে আখ্যায়িত হয়েছেন। তার মানে দাড়ায় যে আলীগের মতের বিরোধী হলেই সে রাজাকার, তাতে সে মহান মুক্তিযোদ্ধা হলেও কিছু যায় আসে না। এটাই মূল কারন লোলেখির ব্যাপার এখানে মূখ্য বিষয় অবশ্যই নয়।
৭৫ এ জাতীর জনকে হত্যার পর আপনাদের কথিত চেতনাধারী কোন মাদ....চো....নেতা রাস্তায় নামেনি বা প্রতিবাদ করেনি তখন একজন মানুষ প্রতিবাদ করেছিলো সে হলো "বঙ্গবীর কাদের সিদ্দিকি", কি নির্মম পরিহাস আজ তিনিই হলেন "নব্য রাজাকার"! আর শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর খায়েসওয়ালা মতিয়া চৌধুরী বা মুজিব হত্যার পর খুশিতে মিষ্টি বিতরনকারী "হাসানুল হক ইনু" এখন বড় আলীগ বা চেতনাধারী!! কি স্ববিরোধী চেতনা আপনাদের!!
প্রধানমন্ত্রী যখন ইঞ্জি: মোশারফ হোসেনের বাবার বিষয়ে বলেন যে তিনি ৭১ এ স্বাধীনতার বিপক্ষে ছিলেন বা শান্তি কমিটিতে ছিল কিন্তু যুদ্ধাপরাধী বা রাজাকার ছিলেন না তখন আমার মুক্তিযোদ্ধা বাবা বা তার সহযোদ্ধারা কি কষ্ট পান না বা আপনার বাবা যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তিনি কি কষ্ট পান না?
হাস্যকর সব যুক্তি ভাইজান..সত্য হলো মতের অমিল হলেই এখন সবাই রাজাকার, আর আত্মীয় বা বর্তমানে মতের মিল হলে রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে যায় যেমন হয়েছেন ইঞ্জি:মোশারফ ও তার বাবা সহ আরো প্রায় ২ ডজন লীগের এমপি, মন্ত্রী এবং নেতা।
আজব চেতনায় চলছে স্বদেশ...................
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
েফরারী এই মনটা আমার বলেছেন: @মতিউর রহমান মিঠু বলেছেন: বঙ্গবীর বা ড.কামাল কেন হঠাৎ রাজাকার হয়ে গেলো আর ইঞ্জি:মোশারফ বা তার বাবা মুক্তিযুদ্ধের চেতনাধারী হলো কোন মন্ত্রবলে? কোন একটি দলের মতের সাথে না মিললেই যে কেউ রাজাকার হয়ে যায় কোন মন্ত্রে??
@কলাবাগান১ বলেছেন:কিন্তু যখন বঙ্গবীর নয়াদিগন্তে (রাজাকারদের পত্রিকায়) লিখেন তখন উনার সাথে যুদ্ধ করা মুক্তিযোদ্ধারা বড়ই কস্ট পান
>>>বঙ্গবীর নব্য রাজাকার
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
মতিউর রহমান মিঠু বলেছেন: ভালো বলছেন, নব্য রাজাকার আর জাতীর বেয়াই গং নব্য মুক্তিযোদ্ধা!!
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪২
কলাবাগান১ বলেছেন: "৭১ পরবর্তি প্রজন্ম রাজাকার কিভাবে হতে পারে জানিনা।"
জানার চেষ্টা করুন... জানতে পারবেন..... রাজাকারের চেতনা কারা ধারন করে তা শিবির-জামাত কে দেখেও আপনি বুঝেন না???