![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Qubee'র যন্ত্রনা ব্যবহার করছি প্রায় বছর ৩ হলো, ১০ জিবি প্যাকেজ ব্যবহার করছি। প্রথম দিকে স্পিড মোটামোটি ছিলো তবে ইদানিং অবস্থা মাশাআল্লাহ্ বড়ই করুন। ১০ এমবির ফাইল ডাউনলোডে ঘন্টা খানেক সময় লাগে এবং কয়েকবার ডাউনলোড কেটেও যায়। নেট স্পিডের কথা বলতে নিজেরই লজ্জা লাগে! এসব সমস্যার কারনে মাঝে মধ্যেই আমার 10GB র ৫/৬ জিবি অব্যাবহৃত থেকে যায়।
এবার চিন্তা করছি Qubee বাদ দিয়ে দিব এবং পরিচিত বন্ধুদের বলবো এই যন্ত্রনা বাদ দিয়ে অন্যকোন অপারেটর ব্যবহার করতে।
নেট ওপেন হতেই লাগে ৫ মিনিট! এমন যন্ত্রনা টাকা খরচ করে কেন সহ্য করবো!!
সুতারং বিদায় কিউবি......
** কোন অপারেটর ব্যবহার করলে ভাল হবে কেউ দয়া করে জানালে উপকৃত হবো।
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩
মতিউর রহমান মিঠু বলেছেন: ব্রডব্যান্ড যদিও ঝামেলামুক্ত নয় তবে খারাপ হবেনা। ধন্যবাদ ভাইজান।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৬
তানভীর স্বপ্নীল বলেছেন: ৩জি ব্যবহার করে দেখতে পারেন। যেটার নেটওয়ার্ক ভালো পাবেন সেটা কন্টিনিউ করেন।
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬
মতিউর রহমান মিঠু বলেছেন: ভালো বলছেন এটাই করে দেখি। অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০২
অপ্রচলিত বলেছেন: আমি কিউবি ব্যবহার করি প্রায় দেড় বছর ধরে, এবং তাদের সার্ভিস নিয়ে এখন পর্যন্ত আমার কোন অভিযোগ নেই। বাংলালায়ন ব্যবহার করেছিলাম মাঝে মাসখানেক, চরম বাজে এদের সার্ভিস। তবে যখন ভালো থাকবে, তখন সত্যি দারুণ সার্ভিস পাবেন।
ব্রডব্যান্ড ব্যবহার করে দেখতে পারেন। লিঙ্ক ৩ বেশ ভালোই।