![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন ফেরী করতাম আগে
স্বপ্নের ফেরীওয়ালা
এখন আমার নতুন পণ্য
চেতনার কথা বলা।
৪৭ এ দেশ ভাগ হয়
বাহান্নতে ভাষা
ধান্ধা কিন্তু চলছে দারুন
আয়-রোজগার খাসা।
৬৯ এ অদ্ভুথ্থান আর
একাত্তরে স্বাধীন
পচাত্তরে রক্তরাঙা
একাশি পরাধীন।
৮০ হতে ৯০ গেলো
শুধু বুলেট বোমায়
৯০ শেষে স্বৈরাচারকে
পাঠিয়েছিলাম কোমায়।
একানব্বই গণতন্ত্র
এলো সোনার দেশে
নব আশায় দেশ জনতা
উঠেছিলো হেসে।
ছিয়ানব্বই-দুই হাজার এক
স্বৈরাচারী এলো
কাঁদতে কাঁদতে গণতন্ত্র
বৃন্দাবনে গেলো।
২০০৭ বাংলা যেনো
শুধুই আর্মি ঘাটি
দেশ-জনতা বুঝলো আবার
নাইযে কেহ খাটি।
দু’হাজার নয় আবার আশা
আবার গণতন্ত্র
নতুন আশায় গুড়েবালি
মানুষ মারার যন্ত্র।
বর্তমান আর নাইবা বলি
বুকে ভিষন ভয়
গুম আর খুন হচ্ছে কেবল
মানবতার ক্ষয়।
প্রহসনের নির্বাচন এক
দেখলো বিশ্ববাসী
বাধ্য হয়ে দেশ জনতা
কান্না চেপে হাসি।
বললে কথা জেল জুলুম আর
কেউবা হচ্ছে খুন
একাত্তরের চেতনায় আজ
ধরলো আজব ঘুণ।
যেথায় সেথায় ক্রসফায়ার
পানিতে লাশ ভাঁসে
দারুন মজায় দেশের প্রধান
লাশ দেখে আর হাসে।
স্বৈরাচারী পাশে নেতার
বসত একই ঘরে
গণতন্ত্র অন্ধকারে
গুমরে কেঁদে মরে।
গণতন্ত্রের সজ্ঞা যদি
বদল করা যেতো
নুর হোসেনদের আত্মা তবু
একটু শান্তি পেতো।
………………………………………………………..
স্বপ্নবাজ
৩০’মার্চ-২০১৪ইং
গুলশান-২, ঢাকা।
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৮
মতিউর রহমান মিঠু বলেছেন: জবাব দিতে দেরি হওয়ায় আমি দুঃখিত। সামুতে এখন কেউ কবিতা/ছড়া পড়েনা, মন্তব্যতো দুরের কথা।
ধন্যবাদ পড়ার জন্য।
২| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ ভাইয়া। দারুন লেগেছে। এত বুদ্ধি !!!
শুভকামনা
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৫
মতিউর রহমান মিঠু বলেছেন: খুব সাধারন লেখা তাই খুব বেশি বুদ্ধির প্রয়োজন হয় নাই। ধন্যবাদ আপু।
৩| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৮
আমিনুর রহমান বলেছেন:
অসাধারণ ...
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩০
মতিউর রহমান মিঠু বলেছেন: আচ্ছা আপনি কি আমিনুর রহমান বাচ্চু ভাই? যদি তাই হন তবে আপনি আমার একজন গুরু, থিয়েটার কর্মী যখন ছিলাম।
অনেক ধন্যবাদ।
৪| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫২
মুঘল ভাই বলেছেন: গণতন্ত্রের সজ্ঞা যদি
বদল করা যেতো
নুর হোসেনদের আত্মা তবু
একটু শান্তি পেতো।
সহমত
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৫
মতিউর রহমান মিঠু বলেছেন: অনেক ধন্যবাদ মুঘল ভাই।
৫| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৮
বাকপ্রবাস বলেছেন: +++++++++++++++++++++++++++
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৯
মতিউর রহমান মিঠু বলেছেন: জীবনে প্রথম + পেলাম, যদিও + বা বাহাবা পাবার জন্য কিছু করিনা।
অনেক অনেক ধন্যবাদ বাকপ্রবাস ভাই।
৬| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:২০
মতিউর রহমান মিঠু বলেছেন: জবাব দিতে দেরি হওয়ায় আমি দুঃখিত। সামুতে এখন কেউ কবিতা/ছড়া পড়েনা, মন্তব্যতো দুরের কথা। হঠাৎ দেখলাম ৬টা মন্তব্য, এবং অবাক হলাম..
ধন্যবাদ।
৭| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ৯:০৭
আহমেদ জী এস বলেছেন: মতিউর রহমান মিঠু ,
এটাকে কবিতা না বলে ছড়া বলাই সঙ্গত । সুন্দর ছড়া । আক্ষেপের ছড়া । প্রত্যাশা পুরন না হওয়ার ছড়া ।
লেখা মনের মতো হলে ( ভালো হোক বা মন্দ ) কম বেশী মন্তব্য পাওয়া যায়-ই । এতে হতাশ হবেন না । নিজের উপর আস্থা রাখুন । একদিন হয়তো মন্তব্যে ভরে যাবে আপনার আঙ্গিনা ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।
০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৯
মতিউর রহমান মিঠু বলেছেন: ঠিক বলেছেন এটা ছড়া। না কোন আক্ষেপ নেই জী এস ভাই। ধন্যবাদ আপনাকে ভাই, ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৪ ভোর ৫:৫৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: স্বপ্ন ফেরী করতাম আগে
স্বপ্নের ফেরীওয়ালা
এখন আমার নতুন পণ্য
চেতনার কথা বলা।