নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ, শুধু স্বপ্ন দেখি...

মতিউর রহমান মিঠু

স্বপ্ন দেখতে ভালবাসি তাই আমি স্বপ্নবাজ

মতিউর রহমান মিঠু › বিস্তারিত পোস্টঃ

আজবতন্ত্র

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৫





লাখো শহীদের রক্তে কেনা

সোনার বাংলাদেশ

তিন’শ ত্রিশ ভন্ড মিলে

করছে খেয়ে শেষ।



জন-নেতার সজ্ঞা এখন

আগের মতো নাই

নেতার সাথে ‘জন’ নাই তবু

নেতা দেখতে পাই।



সংসদ এখন দখল নিছে

তিন’শ ত্রিশ সঙ

আম জনতা দেখে যাচ্ছি

নিত্য নতুন ঢং।



৯০’র স্বৈরাচারী এখন

গনতন্ত্রের দূত

বলবেন না কেউ হয়ে যাবেন

রাজাকারের পুত।



স্বৈরাচার আর গনতন্ত্র

মিলেমিশে এক

আজবতন্ত্র চলছে দেশে

দেখ বাঙালী দেখ।



আজবতন্ত্রে এম পি হতে

লাগেনা আর ভোট

স্বৈরাচার আর গনতন্ত্র

যেথায় মিলে জোট!



আজব শাসনতন্ত্রে এখন

বেশি বলা বারন

গনতন্ত্র মৃত যেথায়

লাগে কি আর কারন!!!



পত্রিকা আর টিভি পর্দায়

দেখি গনতন্ত্র

সত্য কথা নয় যে এটা

মানুষ মারার যন্ত্র।



মনের ভেতর স্বৈরাচারী

মুখে গনতন্ত্র

ভন্ডামী সব দেশ নেতাদের

গদী পাবার যন্ত্র।



…………………………………………………………………..

স্বপ্নবাজ

৯’এপ্রিল-২০১৪ইং

গুলশান-২, ঢাকা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: ফাটাফাটি , চমৎকার লেখা

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৯

মতিউর রহমান মিঠু বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু।

২| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০০

sania বলেছেন: অসাধারণ

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৯

মতিউর রহমান মিঠু বলেছেন: খুবই সাধারন SANIA...
অনেক ধন্যবাদ।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৪৫

কানা দাজ্জাল বলেছেন: যা বলেছেন দাদা, বেশ বেশ। অপূর্ব B-) B-)

০৩ রা মে, ২০১৪ রাত ২:২১

মতিউর রহমান মিঠু বলেছেন: তাই...তবুু ভয়ে থাকি কখন কি হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.