নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ, শুধু স্বপ্ন দেখি...

মতিউর রহমান মিঠু

স্বপ্ন দেখতে ভালবাসি তাই আমি স্বপ্নবাজ

মতিউর রহমান মিঠু › বিস্তারিত পোস্টঃ

দোষারোপের রাজনিতী, তবুও আশায় বসত করি...

০৩ রা মে, ২০১৪ রাত ২:১২

৭ খুনের ব্যাপারে কোন বিচার বা কারা জরিত তা মনে হয়না আর বেরকরা যাবে। কারন দেশ প্রধান সহ এমপি মন্ত্রীগন মেতে উঠেছেন দোষারোপ রাজনিতীতে।

স্বজন হারা পরিবারের কোন কথা যখন রাষ্ট্রযন্ত্র আমলে না নিয়ে শিবের গীত গাইতে শুরু করেন তখন কোন সুরাহা হবেনা তা অতিত অভিজ্ঞতা থকেই বলা যায়।

প্রধানমন্ত্রী যখন দোষারোপের রাজনিতী শুরু করেন তখন আমরা আম জনতা হতাশ হতে বাধ্য। যেহেতু দেশ প্রধান শুরু করেছেন সেহেতু এখন এ গীত সরকার ও লীগের উপর থেকে নিচের সব নেতা /এমপি/মন্ত্রী গাইবেন এটা স্বাভাবিক এবং অতিতে বহুবার এমনি ঘটনা ঘটেছে। এক পর্যায়ে সব মাটিচাপা পরে যাবে। এবং প্রকৃত খুনী আবারো লোক চক্ষুর অন্তরালেই রয়ে যাবে।

শুধু স্বজনহারার বুকের কোনে ব্যাথাটা বয়ে রয়ে যাবে আজীবন। শুধু দীর্ঘ্যশ্বাসে বাতাস ভারি হবে আর প্রতিবছর হয়তো খুনিরাই শোক পালন করে শোকসভার প্রধান অতিথি হবেন, আর আড়ালে চোখের পানি মুছবেন নজরুলের সন্তান !কিন্তু খুনীর সামনে হাসিমুখে কথা বলতে হবে!! কি নির্মম পরিহাস!!

স্বজন হারানোর কষ্ট কতোটা তিব্র তা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর চেয়ে আর কে বুঝবে, তিনি তার সব হারিয়েছেন তাই এসব স্বজন হারা মানুষগুলোর অনেক ভরসা প্রধানমন্ত্রীর উপর। সেই তিনিই যদি এদের দুঃখ না বোঝেন তবে মানুষ আর কারো উপর ভরসা করার ভরসা পাবেনা, যা ভবিষ্যৎতে ভাল কোন ফল বয়ে আনবেনা।

ইতিমধ্যে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী ও মি.সুরনজিৎ দোশারোপের গীত গাওয়া শুরু করেছেন আর আমার মত আম জনতা হতাশ হতে শুরু করেছেন কারন অতিত অভিজ্ঞতা!! দোষারোপর গীত গাওয়া কোন ঘটনার সঠিক সমাপ্তি নিকট অতিতে দেশবাসী দেখেননি তা "সাগর/রুনি,ইলিয়াস বা অখ্যাত কোন ব্যাক্তি যেই হোক।

তবুও যেহেতু আশা নিয়েই বাঁচা তাই আশা করেই বেঁচে থাকতে হবে এবং স্বজন হারাদের মনে এখন শেষ আশা যে খুনীদের সঠিক বিচার হবে এবং স্বজন হারানোর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

সবার এখন এই একটাই আশা যেন খুনের সঠিক বিচার হয় সে যতো ক্ষমতাধর ব্যাক্তিই হোক না কেন।

এতোটুকু আশাতো আমরা করতেই পারি কি বলেন!!??

আশাকরি শিবের গীতের আড়ালে সাগর/রুনি বা ইলিয়াসের মতো সব হারিয়ে যাবেনা।

আমরা নদীতে মাছ ধরতে চাই লাশ নয়। একটা লাশমুক্ত নদী চাই আমরা।গুম হয়ে খুন হবার ভয়ে পথ চলতে চাইনা, চাই নির্ভয়ে চলার গ্যারান্টি।

বিশ্বাস করতে চাই সোনার বাংলায় আবারো সোনা ফলবে। রাজনীতিবিদ গনের কাছে দেশবাসীর এই সামান্যই চাওয়া, যদি পুরন করতে না পারেন তবে দয়াকরে গদি ছাড়েন। আমরা নির্ভয়ে এই স্বাধীন বাংলায় স্বাভাবিক ভাবে মরতে চাই।



**দয়াকরে কেউ কোন রাজনৈতিক ট্যাগ দেয়ার চেষ্টা করবেন না।লাশ নিয়ে রাজনীতি এখন বন্ধ হওয়া জরুরী। হারানোর বেদনার কোন দল নেই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ রাত ৩:৪১

ক্ষতিগ্রস্থ বলেছেন: নদীতে মাছ ধরতে চাই লাশ নয়।

০৩ রা মে, ২০১৪ সকাল ১০:৪১

মতিউর রহমান মিঠু বলেছেন: সত্যি তাই চাই

২| ০৩ রা মে, ২০১৪ সকাল ১০:৩৯

সত্যের পথে আরিফ বলেছেন: আমরা নদীতে মাছ ধরতে চাই লাশ নয়। একটা লাশমুক্ত নদী চাই আমরা! ভাল লেগেছে!

০৩ রা মে, ২০১৪ সকাল ১০:৪২

মতিউর রহমান মিঠু বলেছেন: খুব সাধারন চাওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.