![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
** পৃথিবী’র সকল মায়ের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। পৃথিবী’র সকল মায়ের জন্য ভালবাসা
মাগো….. ও মা………………..
আছো কোথায় তুমি
তুই হীনা মা জীবন আমার
শুন্য মরুভূমি।
একবার এসে ঘুম পারিয়ে
দিয়ে যা মা মোরে
তুই বিনে মা বুক ভেসে যায়
কষ্ট স্রোতের তোরে।
কতোদিন যে পাইনা ওমা
ভালবাসা আদর
দেখতে কি তুই পাসনা মাগো
চোক্ষে ভরা ভাদর।
কেন মা তুই গেলি চলে
দিয়েছি কি কষ্ট?
তুই ছাড়া মা একলা আমি
হলাম পথভ্রষ্ট।
একটু খানি আয় না ওমা
ঘুমাবো তোর কোলে
শুধু একবার ডাকবি মাগো
খোকন সোনা বলে।
তা না হলে একটি বার মা
স্বপ্নে দেখা দিস
তাহলেও মা মিটবে কিছু
বুকে কষ্টের বিষ।
ঐ আসমানে বসে মা তুই
দেখে রাখিস মোরে
ভেসে যেন যাইনা মাগো
আঁধার কোন ভোরে।।
..................................................
স্বপ্নবাজ
১২ ই মে, ২০১৪ রাত ২:১৫
মতিউর রহমান মিঠু বলেছেন: ধন্যবাদ বস।
২| ১২ ই মে, ২০১৪ ভোর ৪:১৩
কানা দাজ্জাল বলেছেন: জটিল ভাই জটিল,
মা যেনো মোর থাকে ঘরে, আমার মৃত্যুর-ও পরে।
সোনা পাবে দিদার ছোয়া পিতৃবীহিন এই সংসারে।
০৯ ই জুন, ২০১৪ রাত ১২:৫০
মতিউর রহমান মিঠু বলেছেন: দারুন বলছেন দজ্জাল ভাই।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৪ রাত ১২:৪৭
মোঃ আমিনুল ইসলাম (জীবন) বলেছেন: মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা রইল ভাই।