![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি বন্ধু হও
তবে দু’হাত বাড়াও
কাধে কাধ মিলে
মনের শঙ্কা তাঁড়াও।
যদি বন্ধু হও
তবে বিশ্বাস মনে রেখো
শত বাধা দুরে ঠেলে
সুখগুলো গায়ে মেখো।
যদি বন্ধু হও
হাতে হাত ধরে চলো
মন-প্রান খুলে দিয়ে
শুধু প্রেমের কথা বলো।
যদি বন্ধু হও
তবে আড্ডায় এসো চলে
প্রান খুলে কথা
যেথা বন্ধুরাই বলে।
যদি বন্ধু হও
তবে বলো প্রান খুলে
বলো ভালবাসা আছে ঐ
বন্ধুত্বেরই মূলে।
যদি বন্ধু হও
তবে পরোয়া কোরোনা ভয়
বন্ধুর হাত ধরে
তুমি ভয়কে কোরো জয়।
…………………………………………………………..
স্বপ্নবাজ
১৩’মে-২০১৪ইং
গুলশান-২, ঢাকা।
১৪ ই মে, ২০১৪ রাত ১০:২৭
মতিউর রহমান মিঠু বলেছেন: ধন্যবাদ একজন ঘূণপোকা ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৪ রাত ১২:২২
একজন ঘূণপোকা বলেছেন:
সুন্দর