![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি কথার ক্ষতি নিয়ে
লিখেছিলাম কাল
কম কথাতেও ভেজাল আছে
চুপ করে দেয় গাল।
নারায়নগঞ্জে সাত খুন নিয়ে
সরকারী দল মৌন
হচ্ছে মনে গুম আর খুন
ওদের কাছে গৌন!
খুনি এবং গডফাদার গং
আমাদের পরিচিত
ধরছে নাযে সরকার কি হায়
ওদের ভয়ে ভিত!!
একই দলের নেতা সবাই
তবুও হয় খুন
গডফাদার ঐ গলা বাজায়
ওনার অনেক গুন।
প্যানেল মেয়র হলো খুন
আরেক মেয়র খুনী
চুপটি বসে বলে সরকার
ওরা ঋষী-মুনী।
কালো পোষাক গায়ে ওদের
হেজাব মাথায় র্যাব
আম-জনতার সঙ্গে কেন
হলো এমন গ্যাপ!!
শুরুর দিকে র্যাবই ছিলো
গৌরবের এক নাম
এখন কেন নিচ্ছে ওরা
মানুষ হত্যার কাম!!
অনাচারের বাড়ছে মাত্রা
বাড়ছেনা যে প্রেম
নিজের গায়ে দিচ্ছি নিজে
ঘৃনা ভরা শেম।
নির্বাচিত না হলে হায়
এমন বুঝি হয়
একা আমি বলছিনা ঐ
বিশ্ববাসীও কয়।
চোখে পর্দা নাইযে ওদের
বুকেতে নাই মায়া
লোক দেখানো মায়াকান্না
আসলে সব কায়া।
…………………………………
>>>স্বপ্নবাজ<<<
১৬’মে-২০১৪ইং
গুলশান-২, ঢাকা।
১৭ ই মে, ২০১৪ রাত ১:৪৮
মতিউর রহমান মিঠু বলেছেন: ধন্যবাদ, এর আগেরটা "অতি কথায় ক্ষতি" পড়েননি?
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৪ রাত ১২:৫২
সাবরিন কল্পনা বলেছেন: দারুণ ছড়া।
মজা পেলাম।