![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হচ্ছে দেশে দিন দুপুরে
একের পর এক খুন
ধরলো বুঝি সব মানুষের
মন মগজে ঘূন।
পত্রিকাটা খোলার পরে
গুম ও খুনের খবর
এসব দেখে হচ্ছে মনে
পুরো বাংলাই কবর।
একই সাথে সাতটি আদম
হয়ে গেলো খুন
বিচলিত হয়না তবু
সরকারের এক গুন।
পাতি নেতাও মরলে পরে
পত্রিকাতে আসে
আম-জনতা খুন হলে ঐ
গাঙের জলে ভাসে।
ডোবা নালায় লাশ পাওয়া যায়
মাটির নিচে হাড়
দেশ নেতাদের শুনলে কথা
মনে হয় সব ভাঁড়।
পাখি মারলেও ফাইন দিতে হয়
মানুষ মারলে মাফ
সারা জীবন কাঁদবে কেবল
সন্তান হারা বাপ।
…………………………………………………….
স্বপ্নবাজ
১৯’মে-২০১৪ইং
গুলশান-২, ঢাকা।
২০ শে মে, ২০১৪ রাত ২:৩৫
মতিউর রহমান মিঠু বলেছেন: দুষ্ট দেখলেন কই! সবতো ইনোসেন্ট!!!!!!!
২| ২০ শে মে, ২০১৪ রাত ৩:০০
সাইফুল্লাহ তালুকদার লকুছ বলেছেন: সহমত
৩| ২০ শে মে, ২০১৪ দুপুর ২:২২
মোঃ আমিনুল ইসলাম (জীবন) বলেছেন: ভাল লাগল ভাই। কেমন আছেন আপনি ? মিষ্টি পেলাম না, মনে বড়ই দুঃখ...
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৪ রাত ১:৩২
পংবাড়ী বলেছেন: এত দুস্ট মানুষ এক জায়গায় থাকতে পারে না।