নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ, শুধু স্বপ্ন দেখি...

মতিউর রহমান মিঠু

স্বপ্ন দেখতে ভালবাসি তাই আমি স্বপ্নবাজ

মতিউর রহমান মিঠু › বিস্তারিত পোস্টঃ

কেউ বোঝেনা

২১ শে মে, ২০১৪ রাত ১:০০

হায়রে সোনার বঙ্গে আমার

দেখবো খেলা কতো

দেশটা ভরে আছে যেন

সার্কাসের ভাঁড় যতো।





ত্রিশ লক্ষ হলো শহীদ

তবুও নই স্বাধীন

চল্লিশোর্ধ বয়সেও বাংলা

আজো পরাধীন।





দু’লক্ষ মা-বোনের ইজ্জত

হারালো কোন কারন

চুপটি করে থাকুন সবাই

বলতে ইহা বারন।





একাত্তরে পাকি আর্মী

বর্তমানে র্যাব

মধ্যখানে বছর কয়েক

ছিলো শুধু গ্যাপ।





এদল বলে স্বাধীনতার

ইজারাদার মোরা

উড়ে এসে জুড়ে বসতে

কেন আসলি তোরা।





ওদল বলে স্বাধীনতায়

আমারো ভাগ আছে

উল্টাপাল্টা বলিসনা আর

হাসবে মানুষ পাছে।





এদল বলে একাত্তরে

আমার বাবাই সব

তার ডাকেতেই স্বাধীনতার

উঠেছিলো রব।





ওদল বলে আমার স্বামী

সাহসী এক বীর

স্বাধীনতার ঘোষনা দেয়

উচ্চ করে শির।





এসব নিয়ে ঝগড়া করে

আমার দেশের নেতা

বোঝেনা কেউ ঝগড়া করে

যায়না সম্মান জেতা।

……………………………………………………………

স্বপ্নবাজ

২১’মে-২০১৪ইং

গুলশান-২, ঢাকা।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.