![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারায়নগঞ্জ ডুবলো জলে
ফেনী পুড়ে ছাই
নিরাপদে থাকতে চলো
এবার চাঁদে যাই।
কাক নাকি ভাই কাকের গোস্ত
কখনো না খায়
মানুষ হয়েও খাচ্ছে মানুষ
লজ্জা নাহি পায়।
গরু জবাই বন্ধ হবে
খাবে না কেউ ছাগল
ওসব খেলে ভবিষ্যতে
বলবে সবাই পাগল।
প্রতিদিনই হচ্ছে জবাই
গন্ডা কয়েক মানুষ
বিচার চাইতে গেলে চোখে
দেখতে পাচ্ছে ফানুষ।
নদীতে লাশ ভাসে এখন
খালে বিলেও ভাসে
দেশের মাথা আছেন যারা
দাত কেলিয়ে হাসে।
ধানের ক্ষেতে লাশ পরে রয়
লাশ পাওয়া যায় ব্রিজে
বিবেক নামের শব্দটা আজ
বন্দী বুঝি ফ্রিজে।
জলে কিম্বা পুড়ে মারো
সবইতো এক মরন
মরনের স্বাদ পাবে সবাই
কেউ করেনা শ্মরন।
খুন ও গুমের বিচারের কাজ
ধামা চাপা পরে
স্বজন হারা মাতা পিতা
কেঁদে কেঁদেই মরে।
স্বজন হারার কান্নায় ঐ
খোদার আরশ কাঁপে
একটা কথা রেখো মনে
ছারবে নাতো পাপে।
…………………………………………………..
স্বপ্নবাজ
২৪’মে-২০১৪ইং
গুলশান-২, ঢাকা।
২৫ শে মে, ২০১৪ রাত ২:৪৭
মতিউর রহমান মিঠু বলেছেন: চলো দুজনেই যাই।
২| ২৫ শে মে, ২০১৪ সকাল ৭:৪১
উদাস কিশোর বলেছেন: চমত্কার
০৯ ই জুন, ২০১৪ রাত ১২:৪৭
মতিউর রহমান মিঠু বলেছেন: ধন্যবাদ কিশোর।
৩| ০৬ ই জুন, ২০১৪ রাত ২:৫৮
পংবাড়ী বলেছেন: বাংলাদেশ: এক বিশৃংখল জাতির উপাখ্যান
০৯ ই জুন, ২০১৪ রাত ১২:৪৮
মতিউর রহমান মিঠু বলেছেন: ১০০% সত্য....
৪| ০৯ ই জুন, ২০১৪ রাত ১:০১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।১ম+
৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৩
মতিউর রহমান মিঠু বলেছেন: জীবনের প্রথম + দিলেন, ধন্যবাদ সেলিম ভাই।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৪ রাত ১১:৫৯
আকাশ মামুন বলেছেন:
ড়
আমারেও সঙ্গে নিও