![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূষন ভরা শহর বন্দর
দূষন ভরা মানুষ
দূষন ভরা মন-মগজে
উড়াই রঙীন ফানুস।
দূষন ভরা বুড়িগঙ্গা
শীতলক্ষায় লাশ
মনের মধ্যে দূষন ভারি
দূষনে নেই শ্বাস
দূষন ভরা প্রিয় ঢাকা
দূষিত সব মন
দূষন ভরা পৃথিবী তাই
কাঁদে বুকের কোন।
দূষন ভরা মাছের বাজার
দূষন শিশু খাদ্যে
দূষন ভরা রাজনিতীর মাঠ
গরীব বলে ভাত দে।
দূষন ভরা রাস্তা ঘাট আর
দূষিত ফ্লাইওভার
দেখছি চেয়ে হচ্ছে দূষন
(যেন) প্রতিনিধী বোবার।
দূষন ভারি কালো র্যাবে
দূষন যুক্ত পুলিশ
এতো দূষন দেখে ভাবি
আম-জনতা ফুলিশ।
দূষন ভরা নেতার মাথা
দূষনে দেশ শেষ
তবু প্রিয় নেতা গং কয়
চলছে বাংলা বেশ!!!
আর কতোটা দূষণ হলে
ক্ষান্ত দিবি বল?
আর কতোকাল এমন করে
করবি তোরা ছল!!!
…………………………………………………………………
স্বপ্নবাজ
৯’জুন-২০১৪ইং
ঢাকা।
০৯ ই জুন, ২০১৪ রাত ১:২৮
মতিউর রহমান মিঠু বলেছেন: নিঃসন্দেহে দারুন হয় সেললিম ভাই এখনি ঠিক করছি। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৪ রাত ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: আর কতোটা দুষন হলে
বলবি সত্য বল?
আর কতোকাল এমন করে
করবি তোরা ছল !!!
ওটাকে নিম্নভাবে লিখলে কেমন হবে?
আর কতোটা দূষণ হলে
ক্ষান্ত দিবি বল?
আর কতোকাল এমন করে
করবি তোরা ছল!!!