![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আসবে বলে আকাশটাকে
করেছি মেঘ মুক্ত
তুমি আসবে বলে রংধনুটা
আকাশে করেছি যুক্ত ।
তুমি আসবে বলে নদীর পাড়ে
বুনেছি কাঁশফুল
তুমি আসবে বলে ভোরের সুর্য
উঁকি দিয়েছিলো ভুল।
তুমি আসবে বলে হৃদয় কুটির
নিয়ে রেখেছি ভাড়া
তুমি আসবে বলে রাতের আকাশে
জ্বেলেছি সকল তারা।
তুমি আসবে বলে উদাস পথিক
অবাক চেয়ে রয়
তুমি আসবে বলে পাড়াপরশী
মন্দ কথাও কয়।
তুমি আসবে বলে রাস্তার মোড়ে
ভিক্ষুক হয়ে বসি
তুমি আসবে বলে আমাবষ্যায়
উঁকি দিয়ে যায় শশী।
…………………………
স্বপ্নবাজ
২২’ আগষ্ট-২০১৪ইং
আজিমপুর, ঢাকা।
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৪
মতিউর রহমান মিঠু বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই।
২| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৫
মতিউর রহমান মিঠু বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই।
৩| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৭
শরৎ চৌধুরী বলেছেন: সরল আর তাই সুন্দর।
২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৭
মতিউর রহমান মিঠু বলেছেন: আমি কঠিন কিছু বুঝিনা, আমি সরল থাকতেই পছন্দ করি ভাই। অসংখ্য ধন্যবাদ শরৎ ভাইজান।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+