নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ, শুধু স্বপ্ন দেখি...

মতিউর রহমান মিঠু

স্বপ্ন দেখতে ভালবাসি তাই আমি স্বপ্নবাজ

মতিউর রহমান মিঠু › বিস্তারিত পোস্টঃ

রাজানুকাব্য

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫১

১)
উট পাখিতে ভরে গেছে
সোনার বাংলার মাটি
বালুর ভেতর মাথাগুজে
আম-জনতা হাটি।


২)
গণতন্ত্র আজকে যেনো
লোহার গেটে তালা
এদল-ওদল গালাগালি
কান হয় ঝালাপালা।


৩)
বাংলা মায়ের মাটি
দুটো দলের ঘাটি
আফছোস হায় দুটো দলের
একজনও নয় খাঁটি !!


৪)
ইনু, মেনন বর্তমানে
মস্তবড় লিডার
ওদের বাণী শুনে কেউ কেউ
দুঃখে চুষেন ফিডার।


৫)
এদল করে গণতন্ত্রের
রক্ষা দিবস পালন
ওদল বলে নিজেই করো
স্বৈরাচারী পালন।


৬)
সবুজ-শ্যামল সোনার বাংলা
দেশ দরদী চালায়
তবে কেন দেশের শান্তি
আন্দামানে পালায়??


৭)
গণতন্ত্রে ঝুলছে তালা
স্বৈরাচার দেয় বাণী
সরকার বলে কাকা তুমি
ভেরি সুইট হানি !!


৮)
শুশীল সমাজ ব্যাস্ত ভীষন
দুটি আঁচল তলে
হাড্ডি চোষায় ব্যস্ত ওরা
হুজুর হুজুর বলে।


৯)
বড় বড় গলাবাজী
যাচ্ছে করে সবাই
আঁধার রাতে গণতন্ত্র
যায় হয়ে যায় জবাই।


১০)
আমরা যারা আম-জনতা
পিপার গ্যাসে জব্দ
কন্ঠ চেঁপে ধরছে দানব
গলায় নেই তাই শব্দ।


১১)
গৃহপালিত বিরোধীদল
মন্ত্রীসভায় আছে
বোঝেনা হায় বিশ্ববাসী
ওদের নিয়ে হাসে !!


১২)
মিথ্যে কথায় পটু নেতা
অভিনয়েও বেশ
কেউ কি বোঝে ওদের কর্মে
বাংলা পুঁড়ে শেষ।


১৩)
কষ্টে আছে দেশ জননী
দুঃখে দেশের মাটি
কেঁদে বলেন আমার বাংলায়
হাড়ামীদের ঘাঁটি !!
…………………………

স্বপ্নবাজ
১১’ জানুয়ারী-২০১৫ইং
ঢাকা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৮

খেলাঘর বলেছেন:


ভালোই

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২০

মতিউর রহমান মিঠু বলেছেন: খেলাঘর আমার ব্লগে!! আমি খুবই আনন্দিত ঘেলাঘর ভাই,অনেক ধন্যবাদ ভাইজান। ভাল থাকবেন।

২| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিষয়বস্তু গুরুগম্ভীর হলেও লেখনী দহ্মতায় মজা করে পরলাম।
৭ নং টায় অতিমাত্রায় মজা পেলাম।

কিন্তু নিহিত অর্থ চিন্তার বিষয়।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৭

মতিউর রহমান মিঠু বলেছেন: মজা পেয়েছেন জেনে ভাল লাগছে দিশেহারা রাজপুত্র। অর্থ চিন্তার বিষয়তো অবশ্যই।
অনেক ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.