![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পলোকে উড়াই আমি
কল্পনারই ঘুড়ি
কল্পনদে ভাসিয়ে দিলাম
কল্পনারই তরী।
কল্পনাতেই সুখ খুঁজে নেই
কল্পনাতেই দুখ
স্বপ্নহীনদের দেখলে আমি
বাড়িয়ে দেই বুক।
কল্পনাতে দেখি আমি
সুখী সোনার দেশ
বসত করে সবাই মিলে
হাসি মুখে বেশ।
কল্পনাতে দেখি আরো
পুড়ছেনা ঘর বাড়ী
হাসি মুখে বলছেন কথা
দেশের দু’জন নারী।
কল্পনাতে দেখি দেশে
মক্ত গণতন্ত্র
নেতা-নেত্রীর মুখে এখন
মানব প্রেমের মন্ত্র।
কল্পনাতে দেখি দেশে
শান্তিপূর্ন ভোট
আম-জনতা মিলে গড়ে
ভালবাসার জোট।
কল্পনাতে দেখি একটা
শান্তি ভরা দেশ
সবার মুখেই থাকবে হাসি
থাকবে সুখের রেশ।
কল্পনাতে দেখি দেশে
ঝড়ছে না আর রক্ত
রাজনৈতিক দল সবাই এখন
গণতন্ত্রের ভক্ত।
……………………………………
স্বপ্নবাজ
১৫’জানুয়ারী-২০১৫ইং
ঢাকা।
©somewhere in net ltd.