নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ, শুধু স্বপ্ন দেখি...

মতিউর রহমান মিঠু

স্বপ্ন দেখতে ভালবাসি তাই আমি স্বপ্নবাজ

মতিউর রহমান মিঠু › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র কোমায়

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৭

কোন দেশে বাস করছি বলো
মরছি বুলেট বোমায়
গণতন্ত্র হসপিটালে
ভর্তী আছে কোমায়।



গণতন্ত্রের সজ্ঞাটা ভাই
বাংলাদেশে ভিন্ন
সোনার বাংলায় সজ্ঞা এখন
বোমায় দেহ ছিন্ন।



আগুন বোমায় মরছে মানুষ
দেশ পুড়ে হয় ছাই
বুলেট বোমা ছারা একটা
শান্তিময় দেশ চাই।



সরকারী দল অস্ত্র হাতে
বিরোধী দল লাঠি
দিন মজুর আর আম জনতার
শুন্য রান্নার বাটি।



দেশ নেতাগণ কথায় বলেন
আছে গণতন্ত্র
আম জনতা বলেন এটা
মানুষ মারার যন্ত্র।



পুলিশ দিয়ে গুলি করে
রক্ষা করো গদী
ইতিহাসের দিকে দু’দল
তাকিয়ে দেখতো যদি।



বুলেট বোমা পুলিশ দিয়ে
যায়না গদী রাখা
আম জনতা বাধ্য হয়ে
হবে যেদিন বাঁকা।



তাইতো বলি দু’দল মিলে
আলোচনায় বসো
ভবিষৎতের গদী পেতে
হিসেব নিকেষ কষো।
……………………………
স্বপ্নবাজ
১৬’ জানুয়ারী-২০১৫ইং
ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.