![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''বি এন পি'র গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ডেসকো, সংবাদ সুত্র-সময় টিভি, এনটিভি।''
''বারিধারার একটি ফ্ল্যাট থেকে বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভীকে আটক করেছে র্যাব, র্যাবের প্রেস উইং নিশ্চিত করেছে''। সংবাদ সুত্র-সময় টিভি, এনটিভি।
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৯
মতিউর রহমান মিঠু বলেছেন: সব পজেটিভ ভাববেন না, সাথে নেগেটিভ সাইটটাও মনে রাখতে হয় ভায়া।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৬
খেলাঘর বলেছেন:
পাকী আইএসআই ম্যাডামের সাহায্যে দেশকে আফগানিস্তান বানায়েছে, ম্যাডামের কাজ শেষ!
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪১
মতিউর রহমান মিঠু বলেছেন: বুদ্ধিজীবি এখানে কি করেন?
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০১
খেলাঘর বলেছেন:
পরীক্ষার সময় ম্যাডাম হরতাল দিয়েছে, ওয়ান-ওয়ে টিকিট দিয়ে প্লেইনে তুলে দিলে ঠিক হবে।
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৫
মতিউর রহমান মিঠু বলেছেন: পরিক্ষা কিন্তু আওয়ামী হরতাল অবরোধেও হইছে মনে আছেতো জনাব?
আইএসআই মনে আছে 'র' এর কথা ভুলে যাবেন না, দুটোই সমান ক্ষতিকারক।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১৯
শাহরীয়ার সুজন বলেছেন: আওয়ামীদের মনে রাখা উচিত এক মাঘে শীত যায় না।
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৬
মতিউর রহমান মিঠু বলেছেন: কথা সত্য তবে অনেকেই ভুলে যায়। ধন্যবাদ সুজন ভাই।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২৬
খেলাঘর বলেছেন:
পরীক্ষার মাঝে হরতাল দেয়ার পর, ম্যাডাম আর বাংলাদেশে থাকতে পারবে না, এবার পাকিস্তান কিংবা সৌদী।
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৯
মতিউর রহমান মিঠু বলেছেন: শু শীল ভাই, ১৭৩ দিন হরতালের পরেও শেখ হাসিনা বাংলাদেশেই ছিলো এবং আছে কি করে??
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২৭
খেলাঘর বলেছেন:
@শাহরীয়ার সুজন ,
পরীক্ষা আওয়ামী আর শিবিরের ব্যাপার না; ইহা জাতির ব্যাপার।
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫১
মতিউর রহমান মিঠু বলেছেন: ১৭৩ দিনের সময় বাংলা কি জাতিশুন্য ছিলো নাকি চুশীল স্যার?
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪২
দ্যা লায়ন বলেছেন: সময় এসেছে তার ঘাড়ের রগটাও কেটে দেয়ার যেটা এই মুহুর্তে খুব বেশি তেড়া হয়ে আছে।
রাজাকার কোন আকার থাকবেনা খুব সহসাই।
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৩
মতিউর রহমান মিঠু বলেছেন: তাই নাকি মি লায়ন? বেয়াই সাহেব মুক্তিযোদ্ধা হইলো কোন মন্ত্রবলে বলবেন কি?
৮| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৩
দিশেহারা আমি বলেছেন: @খেলাঘর,
বাঙ্গালী আজ দলে দলে বিভক্ত।
এই জাতি আর কোন ইস্যুতেই এক হবার নয়।
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৬
মতিউর রহমান মিঠু বলেছেন: দিশেহারা ভাইজান, ৫ বা ১৫% জনগন দিয়ে একটা জাতিকে পরিমাপ করা সমুচিন নয়। বাকি ৯৫ বা ৮৫% কিন্তু জাতির মধ্যেই পরে।
৯| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৬
শাহরীয়ার সুজন বলেছেন: জী ভাইসাব,ইহা জাতির ব্যাপার এবং আম্রলীগ বাঙালি জাতিকে অসভ্যতার চূড়ান্ত শিখরে পৌঁছে দেবে ইনশাল্লাহ!
@খেলাঘর
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৮
মতিউর রহমান মিঠু বলেছেন: সুজন ভাই, দিবে কি? দেয়ার এখনো কিছু বাকি আছে নাকি? হাসি পায়...
১০| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩০
নিস্পাপ একজন বলেছেন: বালুর ট্রাক
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
এরপর কি?
জাতির বিবেকের কাছে প্রশ্ন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১০
মতিউর রহমান মিঠু বলেছেন: আসলে জাতি আসলে কারা? ১৬ কোটি মানুষ, নাকি ৫ বা ১৫% মানুষ !! কোনটা?
তবে হওয়ার কথা খালেদাকে গ্রেফতার করা। তবে মনে হয়না এক্ষেত্রে সরকারের সৎ সাহস আছে।
খালেদা যেহেতু সমস্যা তাহলে তাকে গ্রেফতার করলেইতো ল্যাটা চুকে যায়, করছেনা কেন ভাই!!
১১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৪
Ali Khan Russell বলেছেন: আম্রলীগের ডিজিটাল দুনিয়া। বিদু্্যৎ বিল পরিশোধ থাকার পরও লাইন কেটে দেয়। আজব।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১১
মতিউর রহমান মিঠু বলেছেন: ডিজিটাল দেশের কঠিন নমুনা।
১২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৮
টি-ভাইরাস বলেছেন: যত কিছু বলেন সত্যি কথা হচ্ছে আওয়ামী রাজনৈতিক ভাবে এখন পরাজিত , যার কারনে বালুর ট্রাক, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন , র্যব দিয়ে গেফতার এই সব করছে । এই খানে দেখতে পেলাম অনেক বুদ্ধিজীবি আসলে বুদ্ধি প্রতিবন্ধী আছে যারা বাংলাদেশে কিছু জিনিস ছাড়া আর কিছু দেখে না রাজাকার , আইএসআই, পাকিস্তান, আফগানিস্থান। একটা পশু আছে নাম বলাম না যে দেখতে কালো একটা ধর্মের মানুষ সেটা খায় ঐ পশুর কাজ হল গু খুজে বের করে খাওয়া এই বুদ্ধিজীবি গুলা হচ্ছে সেরকম । যাই হোক জিন্না , ইয়াহিয়া খান ও পারে নাই এরাও পারবে না , খালি কিছুসাধারন মানুষ মারা যাবে আদের কারনে এই আর কি
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৮
মতিউর রহমান মিঠু বলেছেন: সত্যি বড় দুঃখের বিষয় আমাদের মতো আম জনতার। ডিস ও নেট সংযোগও বিচ্ছিন্ন করেছে, তবে রাতে বিদ্যুৎ সংযোগ আবার দেয়া হয়েছে। সরকার ও বিএনপির শুভ বুদ্ধী উদয় হোক এবং শুশীল নামক সুন্দর শীলদেরও শুভ বুদ্ধী ফিরে আসুক এই আশাই করি।
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০
চাঁদগাজী বলেছেন:
রিজভি ফিজভিরা সন্ত্রাসী
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৪
মতিউর রহমান মিঠু বলেছেন: হুম কতা সইত্য, নানক-আজম গং দেশ প্রেমিক ছিলো এটাও সইত্য নাকি?
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩০
রামন বলেছেন:
এ ভাবে অন্ধকার গুহায় বসবাস না করে বরং খালেদা জিয়া দলের অন্যান্য সহকর্মীদের ন্যায় কারাগারে চলে গেলেই ভাল করতেন।