![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জয় চুরি করে ভারত গর্বিত হলে হোক, প্রিয় মাশরাফি তুমি কেঁদনা তোমার কান্নায় ১৬কোটি বাঙালী কাঁদে। তোমার এখন গর্ব করার সময়। দেশের জন্য তুমি যা করেছো তা ইতিহাস হয়ে থাকবে যতোদিন বাংলাদেশ থাকবে। ৭/৮ বার অপারেশন করার পরেও দেশের ডাকে সব সময় উজার করে দিয়েছো নিজেকে যা শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব জানে এবং অবাক হয় যে কিভাবে তুমি সম্ভব করো এমন অসম্ভবকে!!
কেদনা মাশরাফি মাথা উঁচু করো তুমি আমাদের গর্ব। আমাদের গর্ব কখনো মাথা নিচু করবেনা, মাথা উঁচু করো এবং এই অন্যায়ের প্রতিবাদ করো, যেনে রাখো সারা বাংলাদেশ তোমার এবং টিম বাংলাদেশের সাথে ছিলো, আছে এবং থাকবে আজিবন।
তোমরা বীর ১৬কোটি বাঙালীর হয়ে তোমাদের স্যালুট জানালাম। আবারো বলছি তোমরা বীর, তোমরা আমাদের গর্ব....
২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৮
মতিউর রহমান মিঠু বলেছেন: ঠিক কথা বলেছেন ভাইজান। দেশপ্রেমিকের আদর্শ উদাহরন মাশরাফি।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৫ ভোর ৬:০৬
চাঁদগাজী বলেছেন:
মাশরাফি আমাদেরকে অনেক উঁচুতে নিয়ে গেছে; সে আমাদের বীর।