![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে গরীব থাকে
থাকে কোটিপতি
বারবনিতা আঁধার রাতে
বেচেন নিজের সতি।
শহরে সব ফ্ল্যাট বাড়ীতে
অনেক কিছুই থাকে
যায় হারিয়ে গাঁয়ের বধু
আঁধার রাতের বাঁকে।
নাকে নোলক ঘোমটা মাথায়
গাঁয়ের বধু আসে
নোলকযে তার যায় হারিয়ে
ঘোমটাহীন চুল ভাসে।
কতো স্বপ্নের জাল বুনে যায়
জোছনা করে খেলা
নিয়ন আলোয় হারায় স্বপ্ন
ডুবে যখন বেলা।
এই শহরে গাঁয়ের বধু
হয়তো সেলাই কন্যা
সকল স্বপ্ন হারিয়ে যে তার
দু'চোখে আজ বন্যা।
©somewhere in net ltd.