নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ, শুধু স্বপ্ন দেখি...

মতিউর রহমান মিঠু

স্বপ্ন দেখতে ভালবাসি তাই আমি স্বপ্নবাজ

মতিউর রহমান মিঠু › বিস্তারিত পোস্টঃ

এই নির্বাচনেও পারলামনা

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৭

গত জাতীয় নির্বাচনে ভোট দেয়ার কোন সুযোগ ছিলোনা, কারন সবার জানা আছে নিশ্চই।
এবার যখন মেয়র নির্বাচন এলো এবং সব দল নির্বাচনে অংশ নিলো তখন ভাববলাম এবার নিশ্চই নিজের ভোটটা প্রদান করতে পারবো। এ জন্য গতকাল রাতে sms এর মাধ্যমে ভোটকেন্দ্র, সিরিয়াল নম্বর, বুথ নম্বর সহ যাবতীয় সব বিষয় জেনে রেখেছিলাম।
সকালে তাই আনন্দচিত্তে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হলাম এবং কেন্দ্রে পৌছলাম সকাল ১০টা ৪০ মিনিটে। পরিচিত অনেকের সাথে দেখা হলো কেউ ভোট দিয়েছেন,কেউ দিবেন, যাহোক আমার বুথ নম্বর জানা থাকায় চলে গেলাম নির্দিষ্ট রুমে কিন্তু ভোটার লিষ্ট চেক করে আমাকে জানানো হলো যে আপনার ভোটতো দেয়া হয়ে গেছে!!!! আমিতো আকাশ থেকে পড়লাম!! তখন সময় প্রায় দুপুর ১২টা এর মধ্যেই আমার ভোট অন্য কেউ দিয়ে ফেললো!! নিচে নেমে শুনলাম শুধু আমি না আরো অনেকের ভোট দেয়া হয়ে গেছে তারা আসার আগেই!!
যাক মন খারাপ করে বাসায় ফিরে টিভি অন করে বসলাম, এক পর্যায়ে দেখলাম চার বছরের এক বাচ্চা ভোট দিয়ে বেরহচ্ছে! সাংবাদিক প্রশ্ন করলো বাবু ভোট দিয়েছো? বললো হ্যা, আবার প্রশ্ন করলো কটা ভোট দিয়েছে? বাচ্চাটা তার আঙুলে অমোছনিয় কালি দেখিয়ে বললো ৩ টা ভোট দিয়েছি! !!!
৪ বছরের বাচ্চা ৩টা ভোট দিয়েছে যা গনমাধ্যমে দেখানো হয়েছে তা দেখে কি মন খারাপ করে থাকা যায় বলুন?? এমন মজার কার্টুন দেখে ভালোই লাখছে।
শুধু একটা আফছোস এবং একটা প্রশ্ন রয়ে গেলো 'এর নাম কি গনতন্ত্র'??

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৩

খালিদ মুহাম্মদ ইফতেখার আবেদীন বলেছেন: কোন দলের অধীনে একটি অবাধ নির্বাচন হওয়া যে সম্ভব নয় সেই বিষয়টিই আবার প্রমাণিত হলো । রাস্তায় নেমে না হোক লেখায় আপনার প্রতিবাদ অব্যাহত রাখুন, পরিবর্তন আসবে । পরিবর্তনকে আসতেই হবে ।

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১০

মতিউর রহমান মিঠু বলেছেন: ধন্যবাদ খালিদ ভাই, কে জানে কবে সত্যিকারে গনতন্ত্র আমরা ফিরে পাবো। জোনায়েদ ভাই আগাম ফলাফল প্রত্যাখান করে ভালোই করেছে, এমন নির্বাচনে অংশ নেয়াটাই ছিলো বড় ভুল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.