![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৩ সিটি নির্বাচনে নাকি জণরায় বা গণরায় হয়েছে বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী ও নেতা নেত্রীগণ? জনরায় বা গণরায় আসলে কাকে বলে?
৪ বছরের বাচ্চা যখন ৩টা ভোট দিয়ে বলে ৩টা ভোট দিয়েছি, এটাই কি গণরায়?
আমার ভোট আমি দিতে পারিনি অন্যকেউ দিয়ে দিয়েছেন এটা কি গণরায়?
ভোট গননার আগেই অনেক মেয়র প্রার্থী আগাম ফলাফল প্রত্যাখান করেন এটাই কি গণরায়?
বেশির ভাগ ভোটকেন্দ্রে যখন সরকার পক্ষ ছাড়া অন্যকোন প্রার্থীর এজেন্ট ঢুকতে দেয়া হয়না এটাই কি গণরায়?
দলীয় ক্যাডার,পুলিশ বাহিনী, পোলিং এজেন্ট সহ সবাই মিলে ব্যালেট পেপারে সিল মেরে বক্স ভরে ফেলা কি গণরায়?
সাংবাদিকের ওপর হামলা করা কি গণরায়?
ভোটারদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেয়া কি গণরায়?
বিরোধী প্রার্থী ও কর্মীদের ওপর হামলা ও মামলা কি গণরায়?
এসব যদি গণরায় হয় তাহলে বিভিন্ন টিভি চ্যানেল সারাদিন যেসব অনিয়ম প্রচার করলো এবং আজ প্রিন্ট মিডিয়ায় যা প্রকাশিত হলো তাকে কি বলা যায়?
এই গণরায়ের সংজ্ঞাটা আমার ঠিক বোধগম্য হচ্ছেনা, কোন হৃদয়বান জ্ঞানী বা অভিজ্ঞ ব্যাক্তি কি দয়াকরে এই ''গণরায় বা জণরায়ের'' সংজ্ঞাটা বুঝিয়ে বলবেন।
অবশ্য এক অর্থে গণরায় বলাও যায়, ৪ বছরের বাচ্চা, পুলিশ বা অন্য প্রশাসনের মানুষ তো জনগনের মধ্যেই পড়ে, তাই এ অর্থে গণরায় বলা যেতেই পারে কি বলেন সবাই???
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১২
মতিউর রহমান মিঠু বলেছেন: একথা কি করে বলবো বলেন, যেখানে সরকার গনতন্ত্রের ঝান্ডা ও ডান্ডা হাতে দাড়িয়ে আছেন...............
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৫
অদৃশ্য প্রতিভা বলেছেন: দেশেতো কারো গণতান্ত্রিক অধিকারই নেই ♣♣♣♣♣♣♦♦♦♦♦¢♠♠♠♠♠