নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ, শুধু স্বপ্ন দেখি...

মতিউর রহমান মিঠু

স্বপ্ন দেখতে ভালবাসি তাই আমি স্বপ্নবাজ

মতিউর রহমান মিঠু › বিস্তারিত পোস্টঃ

চাঁদ

২১ শে মে, ২০১৫ রাত ১২:৫৩

ও চাঁদ তুই ঐ আকাশে
একলা কেনো থাকিস
ও চাঁদ তুই কেনো আমার
মনটা খারাপ রাখিস !!



ও চাঁদ তুই মধ্য রাতে
একলা আমার সাথি
ও চাঁদ তোকে দেখে দেখে
কাটিয়ে দেই রাতি।


ও চাঁদ তুই বন্ধু বিনে
একলা জেগে থাকিস
ও চাঁদ তোর দুঃখগুলো
আমার জন্য রাখিস।


ও চাঁদ তুই বুকের ভেতর
কষ্ট রাখিস চেপে
ও চাঁদ সেই কষ্টগুলো
নেবো আমি মেপে।


ও চাঁদ তোর বটের ছায়ায়
চড়কা কাঁটে বুড়ী
ও চাঁদ তুই কখনো মোর
দুঃখের তৈরি ঘুড়ী।


ও চাঁদ তোর ভালোবাসায়
আলোক জ্বলা রাতি
ও চাঁদ তুই বন্ধু সবার
লক্ষ তাঁরার বাতি।

…………………………………………………………….
স্বপ্নবাজ (মতিউর রহমান মিঠু)
৩০’এপ্রিল-২০১৫ইং
গুলশান-২, ঢাকা।
চাঁদ তুই ঐ আকাশে
একলা কেনো থাকিস
চাঁদ তুই কেনো আমার
মনটা খারাপ রাখিস !!



চাঁদ তুই মধ্য রাতে
একলা আমার সাথি
চাঁদ তোকে দেখে দেখে
কাটিয়ে দেই রাতি।


চাঁদ তুই বন্ধু বিনে
একলা জেগে থাকিস
চাঁদ তোর দুঃখগুলো
আমার জন্য রাখিস।


চাঁদ তুই বুকের ভেতর
কষ্ট রাখিস চেপে
চাঁদ সেই কষ্টগুলো
নেবো আমি মেপে।


চাঁদ তোর বটের ছায়ায়
চড়কা কাঁটে বুড়ী
চাঁদ তুই কখনো মোর
দুঃখের তৈরি ঘুড়ী।


চাঁদ তোর ভালোবাসায়
আলোক জ্বলা রাতি
চাঁদ তুই বন্ধু সবার
লক্ষ তাঁরার বাতি।

…………………………………………………………….
স্বপ্নবাজ (মতিউর রহমান মিঠু)
৩০’এপ্রিল-২০১৫ইং
গুলশান-২, ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.