নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

আমি আমার নয়

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৫

মৃত্যু আমাকে তাড়া করে

না আমি মৃত্যুর পিছে

হয়তো এখনি আমার হাত টেনে বসে

বলে এবার তোমার পালা



জন্মিলে মরিতে হবে

এই স্বাশত্ববাদ টুকু জানা নাই কার

তার পরেও সাধু জনরা

বুদ্ধির ফাকে লোকান মানুষ মারার হাতিয়ার

আমি মরিতে চাই, মরে যাব

নিঃশেষ হবে আমার প্রান

ভাবিয়া কি দেখেছি কভু

জগতের তরে কি করেছি দান



কবিতা লেখি কবি হবার তরে

গল্প লেখি হতে লেখক,

বুদ্ধি বেঁচি বাজারে আনা ধরে

বুদ্ধিজীবি হলে পরে

জাতি স্মরিবে শ্রদ্ধা ভরে

রাজনিতি করি নিজের পকেট ভরার তরে

মরিলে মিছিল হবে ভারী

যা যা করি সবি নিজের

পরের জন্য করি কি?



নিজেকে না চিনি

না কেহ আমাকে চিনে

জগতের মহালয়ে কে কারে মানে

না চিনিলাম মহান যিনি

না মানিলাম তার কথা

যিনি মহান

সৃষ্টিল মোরে ,স্রষ্টা মোর আপন হাতে দিল

এই ধরার রূপ

তারি কৃপা বাঁচি মরি

তারি দয়ায় সবি

দয়া করে ক্ষমা করিও

হে বিচার দিনের মালিক



প্রার্থনা মোর তোমার তরে হে পরওয়ার দেগার

আপন করে নিও ওপাড়ে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.