নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
আমার সরল পথ চলা
গরল হল বলে আজ আমি
নষ্টের জমিনে স্বপ্ন নামক
কষ্ট বুনি
আশাহত শাবক ফিরে চলে ঠিকানা ভুলে
আবার পরিচিত পথ ধরি
তোমাকে পাব বলে
তোমার কাছে যাওয়ার
বা তোমার মত করে নিজেকে গড়া
হয়নি বলে
আমার এই পিছু পড়ে থাকা
কষ্ট আমার তোমাকে না পেয়ে
যতটুকু কষ্ট আমার
ততটুকু সুখ তোমার
এই বিপরীত প্রাপ্তি ব্যাপ্তিকালের
যাহা আমি চাই তাহা পাইনা
যাহ পাই আমি তা চাইনা
তাতে কি তুমিত পেয়েছ যা চেয়েছিলে
আমি হেরেছি বলে তুমি জিতে গেলে
হয়তো তুমি তোমার প্রাপ্তির ব্যাকুলতায়
ভুলে আছ শেষ বাক্যটি
যেখানে শেষ বাক্যটি ছিল আরেকটি গল্পের শুরু
আমি তাতেই সুখী হতে চেয়েছিলাম
তোমাকে একাকার করে না পেলেও
বন্ধু করে পাব বলে।
কিন্তু এও কি অলিক স্বপ্ন!
আবার ও মিথ্যা আশা
কিছু কষ্ট জমা করে বুকের কুনে লোকাতে চেয়েছি
কিছু সময় নষ্ট করা ছারা বৈই কি?
তুমি এসো বকুল ফুল হাতে
সমাধীস্থান খোজঁতে কোনটি আমার কবর
চিনে নিও বকুল গাছটি দেখে
তোমার হাতের বকুল
নেশা যাইনি বলে
মৃত্যুর আগে নিজেই
এই গাছটির যত্ন করছি।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লাগল জেনে খুশি হইলাম।ধন্যবাদ আপনাকে আমার ব্লগ এ কষ্ট করে পড়ার জন্য।
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২০
লাবনী আক্তার বলেছেন: তাতে কি তুমিত পেয়েছ যা চেয়েছিলে
আমি হেরেছি বলে তুমি জিতে গেল
ভালো লাগল কবিতা।