নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...
যানিনা কাউকে হারিয়ে ফেললে কি ভাবে খোজে পাওয়া যায়। আমি একজনকে হারিয়ে তাকে খোজছি প্রায় ১২ বছর থেকে এখনো আশা ছাড়িনি হয়তো বা একদিন খোজে পাব।যার সাথে দেখা হয়নি কভু ভাচুয়াল জগতে পরিচয়।২০০০ সালের প্রথম দিকে আমার একটা কবিতায় কমেন্ট করে বন্ধু বনে গিয়েছিল। তার পর বেশ কিছুদিন একজন আরেকজনকে মেইল আদান প্রদান করতাম।আচমকা একদিন দেখি তার মেইল টা একটিভ না। এর পর থেকে আর কোন যোগাযোগ নেই ।আমার বিশ্বাস যে এত আগে প্রযুক্তির সাথে সমপ্রিক্ত ছিল এখন হয়তো এই ব্লগে থাকবেন।যদি থেকে থাকে আমি হয়তো তাকে চিনি না সেও আমাকে চেনেনা । কারন আমরা এখানে নানান নিক ব্যবহার করে ব্লগ করি।অ্যামিরাকা প্রবাসী ছিল তখন।পুরবা নাম তার।
Purba2 ইয়াহু মেইল আইডি ছিল তার।
স্বশ্রদ্বে আহবান যদি তুমি এই ব্লগে থেকে থাক তা হলে আমার সাতে যোগাযোগ করিও।
[email protected]
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বন্ধু মিলে বন্ধু হারিয়ে যায়। আপনাকে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩১
ডরোথী সুমী বলেছেন: সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করি আপনি যেন হারিয়ে যাওয়া বন্ধুটিকে খুঁজে পান। ভাল থাকুন সবসময়।