নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

জীবনও ....

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

স্বপ্নিল বাহার

আত্নজার খিরিক খুলে বসে

স্বপ্ন স্বপ্ন খেলা খেলতে ক'জনে জানে

মানুষ আজ রঙ্গ মেখে সঙ্গ সাঝে

কালো আর ধলো

আর কতদিন

সব ফুলইত বাগানে শুভাস বাড়ায়

মানুষে মানুষে এত হানা -হানি

জীবন জীবনের মূল্য বুঝেনা

কড়ি দিয়ে স্বপ্ন খরিদ করে

মানুষ হয় পন্য

বাজারে তার দাম খাকে

এই গরমিল পৃথি উত্তর -দক্ষিন

মেরুকরন আর রাত -দিন রচিতে বেকুল

শীত-গ্রীষ্মের তারতম্য বটে

স্রষ্টার খেলার মাঠে

অগ্রজ -অনুজের ভীর

কেহ ভুলে যায় আবার কেহ মনে রাখে

স্বপ্নত মিনিটেই শেষ









মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

শায়মা বলেছেন: জীবন মানেই স্বপ্ন.....


জীবন মানেই স্মৃতি....


কেউ ভোলে না কেউ ভোলে....

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হয়তো বা কেউ ভোলে তবে আমার মনে হয় ভোলে থাকার চেষ্টা করে মাত্র ।
আমার পোষ্ট দেখার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কেহ ভুলে যায় আবার কেহ মনে রাখে '',,,,,,,,,,,,,,,এইতো রীতি,,,,,,,,,,,,,সুন্দর হয়েছে

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে ধন্যবাদ । ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.